Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ক্লার্কের পর ক্রিস রজার্স, ওভালেই অবসর অজি ওপেনারের

মাইকেল ক্লার্কের পর ক্রিস রজার্স। ওভালেই অজি অধিনায়কের পথে পা বাড়াবেন রজার্স। অ্যাসেজ সিরিজের শেষ ম্যাচেই টেস্ট কেরিয়ার শেষ করবেন এই অস্ট্রেলীয় ওপেনার। মঙ্গলবার এ কথা জানিয়েছেন ৩৭ বছরের রজার্স। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের বিদায়বেলায় এসে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ কয়েকটি বছর কাটালাম। বেশ কতগুলি বিশেষ মুহূর্তের অংশীদার হতে পেরেছিলাম যা পুরোপুরি উপভোগ করেছি। তবে সব জিনিসেরই তো শেষ আছে।”

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ১৫:৫৪
Share: Save:

মাইকেল ক্লার্কের পর ক্রিস রজার্স। ওভালেই অজি অধিনায়কের পথে পা বাড়াবেন রজার্স। অ্যাসেজ সিরিজের শেষ ম্যাচেই টেস্ট কেরিয়ার শেষ করবেন এই অস্ট্রেলীয় ওপেনার। মঙ্গলবার এ কথা জানিয়েছেন ৩৭ বছরের রজার্স। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের বিদায়বেলায় এসে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ কয়েকটি বছর কাটালাম। বেশ কতগুলি বিশেষ মুহূর্তের অংশীদার হতে পেরেছিলাম যা পুরোপুরি উপভোগ করেছি। তবে সব জিনিসেরই তো শেষ আছে।”

২০০৮ সালে টেস্ট অভিষেকের পর দ্বিতীয় টেস্ট খেলার জন্য বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল রজার্সকে। পরবর্তী টেস্ট তিনি খেলেন ২০১৩ সালে, ৩৫ বছর বয়সে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ হাজার রানের মালিক এই বাঁ-হাতির পাঁচটি আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি রয়েছে। চলতি অ্যাসেজেও লর্ডসে অজিদের একমাত্র জয়ে তাঁর বড়সড় শতরান (১৭৩) রয়েছে। দ্বিতীয় টেস্টে জেমস অ্যান্ডারসনের বল লাগে তাঁর হেলমেটে। রজার্সের রান তখন ৪৯ রান। বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে মেডিক্যাল টেস্টে দেখা যায়, তাঁর কানের ভিতরে আঘাত লেগেছে।

ওভালেই নিজের ২৫তম টেস্ট খেলবেন রজার্স। চলতি সিরিজের চতুর্থ ম্যাচেই অ্যাসেজ পকেটস্থ করেছে কুক-বাহিনী। নিয়মরক্ষার ওভাল ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মাইকেল ক্লার্কও। অবসর নিয়ে রজার্সের মন্তব্য, “শতকরা একশো শতাংশ নিশ্চিত হয়ে তো কোনও কিছুই বলা যায় না। তবে মনে হয়েছে এটাই (ওভাল টেস্ট) আমার শেষ টেস্ট।”

অন্য বিষয়গুলি:

Chris Rogers Australia Ashes England Oval
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE