বিদায়: যাচ্ছেন ওঝা। —ফাইল চিত্র।
উল্টো চাপে পড়ে শেষ পর্যন্ত প্রজ্ঞান ওঝাকে ছেড়েই দিতে হচ্ছে সিএবি-কে। আগে যতই তারা অনড় থাকার চেষ্টা করুক যে, ওঝাকে সহজে ছাড়া হবে না, তাদের সুর নরম করতেই হল কারণ স্বয়ং ওঝা দ্বারস্থ হয়েছিলেন ভারতীয় বোর্ডের। ওঝা যে বোর্ডের হস্তক্ষেপ দাবি করেছেন, সেই খবর বৃহস্পতিবারই প্রকাশিত হয় শুধু আনন্দবাজারে। বোর্ডকে প্রজ্ঞান জানিয়েছিলেন যে, তিনি পারিবারিক কারণে এ বছর হায়দরাবাদে ফিরে আসতে চাইছেন। অথচ, সিএবি তাঁকে ‘নো অবজেকশন’ দিতে চাইছে না। তাই বোর্ড যত দ্রুত সম্ভব এ ব্যাপারে হস্তক্ষেপ করে অচলাবস্থা মেটাক।
জানা গিয়েছে, বোর্ড থেকে সিএবি এবং প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ করে জটিল পরিস্থিতির সমাধান করার চেষ্টা করা হয়। প্রজ্ঞান নতুন করে আবেদন জানান সিএবি-র কাছে যে, পারিবারিক কারণে হায়দরাবাদে ফিরে যেতে চান। সিএবি-ও জানিয়ে দেয়, তারা ‘নো অবজেকশন’ দিয়ে দিচ্ছে। আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। প্রজ্ঞানের হায়দরাবাদের হয়ে খেলার ক্ষেত্রে আর বাধা রইল না।
সিএবি যুগ্ম-সচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘‘আমরা প্রজ্ঞানের কাছ থেকে একটি চিঠি পাই। নো অবজেকশনের অনুরোধ জানিয়েছিল ও। সিএবি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার পরে নো অবজেকশন দেওয়া হচ্ছে।’’ প্রজ্ঞানকে ছাড়তে না চাইলেও প্রথম দুই ম্যাচে দলে রাখেনি সিএবি। দিল্লিতে প্রথম ম্যাচ খেলতে নামার আগে মনোজ তিওয়ারিকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘আমি খেলার উপরেই মনঃসংযোগ করছি। প্রজ্ঞান নিয়ে ভাবছি না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy