Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Gianluigi Buffon

দ্রুত অবসরের ভাবনায় বুঁফো

যদিও পুরোপুরি নিশ্চিত করে কিছু জানাননি বুঁফো। তবে তিনি বলেন, ‘‘আমি ৯৯.৯ শতাংশ নিশ্চিত যে আমি অবসর নিচ্ছি। তাঁর আগে একটা দারুণ মরসুম কাটাতে চাই। বেশ কিছু ভাল মুহূর্ত রেখে যেতে চাই। এর পর বলতে চাই অনেক হয়েছে।’’

ছবি- এএফপি

ছবি- এএফপি

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ১১:৪৮
Share: Save:

কথা ছিল ২০১৮র বিশ্ব কাপ খেলেই অবসর নেবেন। কিন্তু সেই সিদ্ধান্তে হয়ত পরিবর্তন আনতে চলেছেন জুভেন্টাস গোলকিপার গিয়ানলুইগি বুঁফো। ৯৯.৯ শতাংশ নিশ্চিত আগামী মরসুমই তাঁর পেশাদার ফুটবলে শেষ। তাঁর হাতেই আটকে গিয়েছে অনেক বড় বড় স্ট্রাইকারের গোলমুখি শট। এ বার সময় এসেছে তিনকাঠিকে বিদায় জানানোর। যদিও পুরোপুরি নিশ্চিত করে কিছু জানাননি বুঁফো। তবে তিনি বলেন, ‘‘আমি ৯৯.৯ শতাংশ নিশ্চিত যে আমি অবসর নিচ্ছি। তাঁর আগে একটা দারুণ মরসুম কাটাতে চাই। বেশ কিছু ভাল মুহূর্ত রেখে যেতে চাই। এর পর বলতে চাই অনেক হয়েছে।’’

আরও পড়ুন- সুনীল আর জেজের যুগলবন্দিই আজ ভরসা

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারতে হয়েছে রিয়েল মাদ্রিদের কাছে। যা খুবই হতাশ করেছে বর্ষীয়ান এই গোলকিপারকে। পুরো দলই হতাশ। কিন্তু বুঁফোর হতাশা যেন আরও অনেকটা বেশি। হয়ত এই সাফল্যটা নিয়েই ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু তেমনটা হল না। আগামী বছর জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিদায় নিতে চান বুঁফো। তবে পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিতে পারলে আরও একটা বছর খেলবেন তিনি। বলেন, ‘‘যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি তা হলে আরও একটা বছর খেলব। যাতে ক্লাব ওয়ার্ল্ড কাপ ও অন্যান্য ট্রফি লিখে নিতে পারি নিজের নামে।’’ যদিও বুঁফোর ঝুলি নেহাৎই কম নয়। তাঁর দখলে রয়েছে আটটি সিরি এ টাইটেল। চারটি কোপা ইতালিয়া। ১৯৯৮-৯৯এর উয়েফা কাপ ও ২০০৬ বিশ্বকাপ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE