কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। আইপিএল ওয়ানের উদ্বোধনী ম্যাচ মাতিয়ে দিয়েছিলেন ধুন্ধুমার ব্যাটিংয়ে। সেই নিউজিল্যান্ড তারকা ব্যাটসম্যান ফের ফিরে এলেন নাইটদের সংসারে। তবে কলকাতা নাইট রাইডার্স নয়, এ বার ত্রিনবাগো নাইট রাইডার্স টিমে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ ও টোবাগোর যে ফ্র্যাঞ্চাইজি কিনেছে কেকেআর, লিগের দ্বিতীয় বছর সেই টিমের নতুন নাম দেওয়া হয়েছে— ত্রিনবাগো নাইট রাইডার্স। গত বারের চ্যাম্পিয়নরা এ বারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেতাব ধরে রাখার লড়াইয়ে শক্তিশালী টিম নিয়ে নামছে। টিমের তিন বড় তারকা ম্যাকালাম, কেকেআরের সুপারস্টার স্পিনার সুনীল নারিন এবং দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। ক্যাপ্টেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো।
এ ছাড়া টিমে রয়েছেন কেভন কুপার, কলিন মানরো, উমর আকমল, রন্সফোর্ড বিটন, ইয়ানিক কারিয়ার মতো তরুণ প্রতিভা। স্পিন বিভাগের দায়িত্বে সুলেমান বেন এবং নিকিতা মিলার। ‘‘আমরা টিম নিয়ে খুব খুশি। আমি নিশ্চিত এই টিমটা এ বারও চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা ধরে। ইডেনের উইকেটের সঙ্গে ত্রিনবাগোর ঘরের মাঠ পোর্ট অব স্পেনের পিচের অনেক মিল আছে। দুটো মাঠেই স্পিন খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা নেয়। স্পিনার আমাদের যথেষ্ট ভাল রয়েছে। তা ছাড়া বিধ্বংসী ব্যাটসম্যান আর ভাল জাতের অলরাউন্ডারও রয়েছে,’’ এ দিন বলেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy