Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ব্রাজিলের আজ যন্ত্রণা মুছে ফেলার ম্যাচ

বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে সেই ঐতিহাসিক হারের পরে মঙ্গলবার বার্লিনের অলিম্পিক্স স্টেডিয়ামে ফের ব্রাজিল মিলিত হচ্ছে জোয়াকিম লো-র দলের। তার আগে দু’দলই সমীহ করছে দু’দলকে।

লক্ষ্য: রাশিয়ার পরে এ বার সামনে জার্মানি। জয়ের ধারা বজায় রাখার সঙ্গে বদলার ম্যাচ ব্রাজিলের। বার্লিনে অনুশীলনে ব্যস্ত উইলিয়ান-রা।স্পেন ম্যাচে ড্রয়ের হতাশা কাটিয়ে মঙ্গলবার ঘরের মাঠে ব্রাজিলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ছবি:এএফপি

লক্ষ্য: রাশিয়ার পরে এ বার সামনে জার্মানি। জয়ের ধারা বজায় রাখার সঙ্গে বদলার ম্যাচ ব্রাজিলের। বার্লিনে অনুশীলনে ব্যস্ত উইলিয়ান-রা।স্পেন ম্যাচে ড্রয়ের হতাশা কাটিয়ে মঙ্গলবার ঘরের মাঠে ব্রাজিলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ছবি:এএফপি

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০৪:১০
Share: Save:

ঘরের মাঠে চার বছর আগে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ পর্যুদস্ত হওয়ার স্মৃতি এখনও ভূতের মতো ঘাড়ে চেপে বসে আছে ব্রাজিলের ফুটবলপ্রেমীদের। জার্মানির বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বার্লিনে এসে এ কথাই বললেন ব্রাজিল কোচ তিতে।

বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে সেই ঐতিহাসিক হারের পরে মঙ্গলবার বার্লিনের অলিম্পিক্স স্টেডিয়ামে ফের ব্রাজিল মিলিত হচ্ছে জোয়াকিম লো-র দলের। তার আগে দু’দলই সমীহ করছে দু’দলকে। শেষ বাইশ ম্যাচে জার্মানি যেমন একটাও হারেনি, তেমনই শেষ ১৪ ম্যাচ তিতে-র কোচিংয়ে অপরাজিত ব্রাজিলও।

ব্রাজিল কোচ তিতে বলছেন, ‘‘বার্লিনের মাঠে জার্মানি সব সময় শক্তিশালী প্রতিপক্ষ। জার্মানির রিজার্ভ বে়ঞ্চও সমান শক্তিশালী। সেটা কনফেডারেশনস কাপেই দেখা গিয়েছে।’’ অন্য দিকে, বেলো অরিজন্তে-র সেই স্মরণীয় ম্যাচে জোড়া গোল করা টনি ক্রুস বলছেন, ‘‘গত চার বছরে কিন্তু নিজেদের পারফরম্যান্স দু’ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে ব্রাজিল। কাজেই অতীত ভুলে নতুন উদ্যমে ঝাঁপাতে হবে আমাদের।’’ জার্মানি কোচ জোয়াকিম লো-ও বলছেন, ‘‘গত তিন বছরে টিমটা গুছিয়ে নিয়েছেন ব্রাজিল কোচ। এই মুহূর্তে ব্রাজিলের আক্রমণ ভাগ বিশ্বের সেরা।’’

ব্রাজিল কোচ যদিও গত বিশ্বকাপের সেই বিভীষিকাময় সেমিফাইনাল ভুলতে নারাজ। বলছেন, ‘‘ওই ম্যাচটা মানসিক ভাবে একদম দুমড়ে-মুচড়ে দিয়ে গিয়েছিল। ওই স্মৃতি এখনও ভূতের মতোই ঘাড়ে চেপে আছে। কাজেই খেলার মাঠের মতোই এটা আবেগের লড়াই জেতার চ্যালেঞ্জ।’’ সঙ্গে ব্রাজিলের ৫৬ বছর বয়সি কোচ যোগ করেছেন, ‘‘সাও পাওলো-র বাড়িতে স্ত্রী-র সঙ্গে বসে ম্যাচটা দেখছিলাম। ব্রাজিল তৃতীয় গোলটা খাওয়ার পরে আমার স্ত্রী কাঁদতে শুরু করে দেয়। জার্মানি সে দিন মাঠে যা করতে চাইছিল তাই হচ্ছিল। ভিডিও গেমসেও এ রকম হয় না। সেই ক্ষতটা এখনও জেগে রয়েছে হৃদয়ে। বার্লিনে সেই যন্ত্রণা মুছে দেওয়ার ম্যাচ মঙ্গলবার।’’

ওই ম্যাচের পরে রিও অলিম্পিক্স-এর ফাইনাল এবং গত বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানিকে হারিয়েছে সেলেকাও বাহিনী। কিন্তু সিনিয়র পর্যায়ে এই প্রথম বার মিলিত হচ্ছে দু’দল। মিল কেবল একটি জায়গায়। দু’বার-ই চোটের জন্য দলে নেই ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেমার।

রাশিয়ার বিরুদ্ধে ৩-০ জয়ের ম্যাচে যে দল নামিয়েছিলেন তিতে, সেই দলে সম্ভবত একটাই পরিবর্তন হতে চলেছে। ডগলাস কোস্তার জায়গায় দলে আসতে পারেন ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার ফার্নান্দিনহো। এ দিন অলিম্পিক্স স্টেডিয়ামে ঘণ্টা দেড়েক যে অনুশীলন হল ব্রাজিলের তাতে বেশ চনমনে মেজাজেই দেখা গিয়েছে গ্যাব্রিয়েল জেসুস-দের। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর, জার্মানির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি-র ব্রাজিলীয় গোলকিপার এডারসন-কে প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয়ার্ধে নামানো হতে পারে রবের্তো ফিরমিনো-কে।

আরও পড়ুন: ‘জিতব যোগ্যতায়, প্রতারণা করে নয়’

অন্য দিকে, আগের ফিফা ফ্রেন্ডলি-তে স্পেনের সঙ্গে ১-১ ম্যাচের পরে ব্রাজিলের বিরুদ্ধে প্রথম একাদশের একাধিক পরিবর্তন আনার চিন্তাভাবনা করছেন জার্মান কোচ জোয়াকিম লো। চোটের কারণে নেই, টোমাস মুলার, এমরে ক্যান, মেসুট ওজিল, গোলকিপার ম্যানুয়েল নিউয়ার ও তাঁর বিকল্প মার্ক আন্দ্রে তুর স্তেগান-ও। অনিশ্চিত স্যামি খেদিরা। এই পরিস্থিতিতে মাঝমাঠে দেখা যেতে পারে ইল্কে গুন্দোগাঁ এবং লেরয় সানে-কে।

জার্মানির প্রথম একাদশে একাধিক তারকা না থাকায় স্বভাবতই বদলার মেজাজে রয়েছেন ব্রাজিলীয়-রা। ব্রাজিল কোচ তিতে-র সম্পূর্ণ উল্টো মেরুতে জার্মানির কোচ জোয়াকিম লো। তিনি বলছেন, ‘‘ব্রাজিল যে দৃষ্টিভঙ্গি থেকে ম্যাচটা দেখছে, আমরা সে ভাবে দেখছি না। এটা ওদের কাছে বদলার ম্যাচ হতে পারে। চার বছর আগের ওই স্মৃতি ভুলে আমরা বরং এই ম্যাচটায় কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিতে চাই।’’

মঙ্গলবারের ফিফা ফ্রেন্ডলি

স্পেন বনাম আর্জেন্তিনা • রাশিয়া বনাম ফ্রান্স • ইতালি বনাম ইংল্যান্ড

(সরাসরি সম্প্রচার সোনি টেন ওয়ান ও সোনি টেন ওয়ান এইচডি চ্যানেলে)
*সব ম্যাচ শুরু রাত ১.১৫ থেকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE