ব্র্যাড হগ।-নিজস্ব চিত্র।
৪৬ বছর বয়সেও ক্রিকেটকে বিদায় জানাতে নারাজ অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ব্র্যাড হগ। অস্ট্রেলিয়ার ২০০৩ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন হগ। ধারাভাষ্য দেওয়ার জন্য বর্তমানে ভারতে আছেন তিনি। তবে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি তিনি যে খেলা চালিয়ে যাবেন তা ফের এক বার মনে করিয়ে দেন হগ। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার এই চায়নাম্যান বোলার বলেন, “আমার বয়স নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ফেরার চেষ্টা চালাচ্ছি। আমার মনে হয় না আমি কখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করব। কারণ, দেশের হয়ে খেলা আমার কাছে খুবই গর্বের। আমি যদি ভাল পারফর্ম করতে পারি তা হলে কখনওই অবসর ঘোষণা করব না।”
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন কোহালি
আরও পড়ুন: রহস্যময়ী সেই নারীর পরিচয় দিলেন হার্দিক
২০১৪ সালে ৪৪ বছর বয়সে শেষ বার অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন এই চায়নাম্যান বোলার। তবে তিনি এখনও মনে করেন, তাঁর মধ্যে ক্রিকেটের সর্বোচ্চস্তরে পারফর্ম করার ক্ষমতা আছে। তিনি বলেন, “আমি যদি ফের এক বার অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পাই তা হলে নিশ্চয়ই সেই সুযোগ গ্রহণ করব। কারণ, আমি জানি এক বার খেলা বন্ধ করে দিলে আর মাঠে ফেরা সম্ভব হবে না।”
২০১৪-র পরে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ না পেলেও বিগ ব্যাশ লিগে এখনও হগ নিয়মিত ক্রিকেট খেলেন। ২০১৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy