সোশ্যাল মিডিয়ায় ব্রিদ্রুপের শিকার হতে হল প্রীতি জিন্টাকে। ফাইল ছবি।
এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় ‘টেস্ট’ জেতার জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছিলেন বলিউডের অভিনেত্রী ও আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালকিন প্রীতি জিন্টা। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন তিনি।
ঘটনা হল, অস্ট্রেলিয়ায় এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ জিতেছেন বিরাট কোহালি। টিম পেনের দলকে চার টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-১ হারিয়েছে ভারত। যা কোহালির কাছে কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে চিহ্নিত হচ্ছে। প্রধান কোচ রবি শাস্ত্রী এই জয়কে ১৯৮৩ সালের বিশ্বকাপ জেতার থেকেও এগিয়ে রেখেছেন। যদিও ক্রিকেটমহলের অনেকেই এই জয়কে তত বড় সাফল্য বলে মানছেন না, তবে কোহালিদের প্রশংসায় উচ্ছ্বসিত সকলেই।
প্রীতির ভুল হল, এই আবহেই তিনি ‘টেস্ট সিরিজ’ জেতাকে ‘টেস্ট’ জয় হিসেবে চিহ্নিত করেছেন টুইটে। উদ্দেশ্য ছিল, ভারতীয় দলকে অভিনন্দন জানানো। আর তা করতে গিয়েই গুলিয়ে ফেলেছেন। যার ফলে নেট-দুনিয়ায় রীতিমতো ট্রোলড তিনি। পরিস্থিতি দেখে নিজের টুইট মুছেও দিলেন তিনি। কিন্তু, তাতে বিদ্রুপের হাত থেকে রেহাই মিলছে না। বলা হচ্ছে, এটা যে টেস্ট সিরিজ, সেটাও জানেন না তিনি!
আরও পড়ুন: সিডনিতে বিশ্বজয়ের পর শুরু নয়া তর্ক, এটাই কি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বসেরা দিন?
আরও পড়ুন: ১৯৪৭-২০১৮, মহাদেশের ২৮ ক্যাপ্টেনের আক্ষেপ মেটালেন বিরাট
@realpreityzinta-so PZ doesn't know d difference between a test match and test series...Beauty without brains pic.twitter.com/zudpqBeaGO
— vijay babu (@vijayvictory19) January 7, 2019
Madam its test series
— dhaval gala🇮🇳 (@gala_dhaval) January 7, 2019
@realpreityzinta
— UDay SIngh (@askuday) January 7, 2019
And another correction, boys are not in blue (this is not one day series), they are in white 😊
Series preity not match
— 𝙇𝘼𝙆𝙃𝘽𝙄𝙍 (@100000bir) January 7, 2019
Miheer - Agree that Preity Zinta made a small mistake in above tweet. But we all make mistakes and just being a Celebrity does not deprive Preity her right of making such errors. It's not ACCEPTABLE to address her as Half-Knowledgable as she is quite Intelligent woman & an actor.
— Saurabh Kumar Nayyar (@saurabhnayyar82) January 8, 2019
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy