মুগ্ধ: অভিনন্দনের স্রোতে শামিল ইমরান-ভিভও। ফাইল চিত্র
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করার পরের দিন অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছে বিরাট কোহালির দল। অভিনন্দন আসছে ওয়াঘার ও-পার থেকে। আসছে সেই সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকেও। অভিনন্দন জানিয়েছেন ইমরান খান, ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তিরা।
এশিয়ার প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জেতার পরে মঙ্গলবার ইমরান টুইট করেছেন, ‘‘উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জেতার জন্য বিরাট কোহালি এবং ভারতীয় দলকে অভিনন্দন।’’
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়ো বার্তায় রিচার্ডস বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার মাটিতে এ রকম অসাধারণ পারফরম্যান্স করার জন্য বিরাট আর ওর দলকে অভিনন্দন। লড়াইটা সব সময় কঠিন ছিল, কিন্তু ওরা শেষ পর্যন্ত সাফল্যের হাসি হাসতে পেরেছে।’’ চেতেশ্বর পূজারাকে নিয়েও উচ্ছ্বসিত রিচার্ডস। তিনি বলেছেন, ‘‘দুরন্ত ব্যাটিং করেছ পূজারা। সোনার পারফরম্যান্স। পুরো দল এবং আমার ভাল বন্ধু রবি শাস্ত্রীকেও অভিনন্দন।’’
সিডনিতে টেস্ট সিরিজ জেতার পরে ফুরফুরে মেজাজেই ছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সোমবার রাতের পার্টিতে বিরাট কোহালির সঙ্গে নাচতে দেখা যায় ভারতীয় দলের সাপোর্ট স্টাফকেও। মঙ্গলবার সকালে বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছে কোহালি এবং অনুষ্কা শর্মাকে। বিশেষ কেক কেটে তা স্ত্রীকে খাইয়েও দিয়েছেন কোহালি। যে ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে শনিবার থেকে। যে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে এসেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। দেশে ফিরে যাচ্ছেন ঋষভ পন্থেরা। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে দলে রাখা হয়নি পন্থকে। যা নিয়ে ভারতের হেড কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘‘পন্থ টানা খেলে চলেছে। তাই আমরা ওকে দেশে ফিরে যেতে বলেছি। সপ্তাহ দু’য়েক বিশ্রামের পরে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলতে নামবে ও।’’
ভারতীয় দল যেখানে ফুরফুরে মেজাজে, সেখানে অস্ট্রেলিয়াকে নিয়ে সমানে চলছে ময়না-তদন্ত। শেন ওয়ার্ন প্রশ্ন তুলেছেন, অস্ট্রেলীয় ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত কে নিচ্ছেন? রিকি পন্টিং চান, অধিনায়ক টিম পেনকে যেন দল নির্বাচনের ক্ষেত্রে বক্তব্য রাখতে দেওয়া হয়।
এর মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই প্রাক্তন ক্রিকেটার— ইংল্যান্ডের মাইকেল ভন এবং অস্ট্রেলিয়ার মার্ক ওয়। ভন তাঁর কলামে লিখেছিলেন, ‘‘অস্ট্রেলিয়া যদি মনে করে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার ফিরলেই ওদের সমস্যার সমাধান হয়ে যাবে, তা হলে ভুল করছে।’’ যা নিয়ে পাল্টা টুইট করেন মার্ক ওয়। লেখেন, ‘‘আমি অতটা নিশ্চিত নই, মিস্টার ভন। ওরা দু’জন যদি সেরা ফর্মের কাছাকাছি থাকে, তা হলে অবশ্যই বড় তফাত হয়ে যাবে। যে কোনও দল থেকে দু’জন কেন, শুধু এক নম্বর ব্যাটসম্যানকে সরিয়ে নেওয়া হোক, কী হয় দেখুন। যেমন কোহালি, উইলিয়ামসন, রুট।’’
ভনকে সমর্থন করেছেন স্বয়ং ওয়ার্ন। পাল্টা টুইটে বলেছেন, ‘‘দুর্ভাগ্যবশত, আমাকে মাইকেল ভনের কথাই মানতে হচ্ছে। হ্যাঁ, ওয়ার্নার-স্মিথের উপস্থিতি অবশ্যই সাহায্য করবে। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটে অনেক বদল দরকার। যেমন, সমস্ত পর্যায়ের কোচিং, হাস্যকর অনূর্ধ্ব ২৩ কর্মসূচি ইত্যাদি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy