দিয়েগো কোস্তা বনাম অ্যারন র্যামসি। রাদামেল ফালকাও বনাম থিও ওয়ালকট। থিবাও কুর্তোয়া বনাম পের চেক। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বনাম এফএ কাপ চ্যাম্পিয়ন। আগামী শনিবার প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগে আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ওয়েম্বলিতে হতে চলেছে কমিউনিটি শিল্ডের লড়াই। যেখানে এ বার মুখোমুখি চেলসি ও আর্সেনাল। হতে পারে এটা প্রদর্শনী টুর্নামেন্ট। তবে দুই কোচ হোসে মোরিনহো ও আর্সেন ওয়েঙ্গারের বাগযুদ্ধে ফের এই ম্যাচটা শুধু মাত্র প্রদর্শনী মোটেও থাকল না।
মোরিনহো বনাম ওয়েঙ্গারের যুদ্ধ নতুন কিছু নয়। আর দুই ক্লাবের লড়াইয়ের আগে আর্সেনালের ফরাসি কোচকে একহাত নিয়ে দ্য স্পেশ্যাল ওয়ানের মন্তব্য, আর্সেনাল তার কাছে কোনও বড় ম্যাচের মর্যাদা পাচ্ছে না। ‘‘আর্সেনাল ম্যাচটা আমার কাছে সাধারণ লড়াই। এমন নয় আর্সেনালকে হারালে আনন্দে আত্মহারা হয়ে পড়ব। আবার হারলেও কাঁদতে বসব না,’’ বলছেন মোরিনহো। শুধু মাত্র এখানেই থেমে থাকেননি চেলসির পর্তুগিজ কোচ। যিনি আর্সেনালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আনলেন যে, চেলসির মতো আর্সেনালও অঢেল টাকা খরচ করে। তা হলে চেলসির দিকেই শুধু কেন আঙুল উঠবে? ‘‘আর্সেনাল কত টাকা খরচ করেছে দলবদলের বাজারে সেটা দেখার জন্য ক্যালকুলেটার নিয়ে বসা উচিত। সাঞ্চেজ, ওজিল, চেম্বার্স সবার পিছনে প্রচুর টাকা খরচ করেছে ওরা।’’
কিছু দিন আগেও আর্সেনাল কোচের পাশে ‘ভাগ্যবান’ তকমা বসিয়েছিলেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান।’ কারণ চেলসি কোচের মতে যতই খারাপ করুক আর্সেনাল, ওয়েঙ্গারের হটসিট নিয়ে কোনও টানাটানি পড়ে না। এ বারও মোরিনহোর কটাক্ষের জবাবে ওয়েঙ্গার পাল্টা দিয়েছেন। ‘‘কে কী বলল তাতে কিছু যায় আসে না। যখন টাকা খরচ করার তখন ঠিকই করব। যদি কেউ দেখে কত ফুটবলার আমরা এখানে তৈরি করেছি, সবাই অবাক হয়ে যাবে,’’ বলছেন ওয়েঙ্গার।
আর্সেনাল কোচ যাই বলুন না কেন, তাঁর বিরুদ্ধে আজ অবধি হারের স্বাদ পাননি মোরিনহো। কমিউনিটি শিল্ড ফাইনালে আবার দলে ফিরতে চলেছেন দলের দুই গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েগো কোস্তা ও গ্যারি কেহিল। আর্সেনাল আবার পাবে না গত মরসুমের সেরা ফুটবলার অ্যালেক্সিস সাঞ্চেজকে।
তবে ওয়েঙ্গার বনাম মোরিনহো ছাড়াও ম্যাচের অন্যতম ‘ইউএসপি’ পুরনো ক্লাবের বিরুদ্ধে পের চেকের প্রথম ম্যাচ। যে চেলসিকে গত এগারো বছরে ক্লাব ফুটবলের প্রায় প্রতিটা ট্রফি জিততে সাহায্য করেছেন চেক, সেই দলের বিরুদ্ধে এ বার নামবেন চেক। যা নিয়ে ওয়েঙ্গার বলছেন, ‘‘চেক আসায় অবশ্যই দলে শক্তি যোগ হল। আশা করছি ও খুব ভাল খেলবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy