বিরাট কোহলিকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। বোর্ড মহল থেকে প্রাথমিক ভাবে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কোহলিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হচ্ছে। আবার এ দিন বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলে গেলেন, কোনও ক্রিকেটারই আইনের ঊর্ধ্বে নয়। প্রয়োজনে সবার বিরুদ্ধেই তদন্ত হতে পারে। বিরাট-বিতর্ক উস্কে দিয়ে অনুরাগ এ দিন ইঙ্গিত দিয়ে রাখলেন, কোহলির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত হবে।
আইপিএল ম্যাচে বৃষ্টির সময় চিন্নাস্বামীর ভিআইপি গ্যালারিতে গিয়ে বান্ধবী অনুষ্কার সঙ্গে গল্প করায় বিরাট আইপিএলে ক্রিকেটারদের জন্য নির্ধারিত আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ। সেই অভিযোগ থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও বুধবার মুম্বইয়ে জাতীয় নির্বাচকদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সাফ বলে দেন, ‘‘আইপিএলের গাইডলাইন অনুযায়ী দুর্নীতি দমন শাখা নোটিস জারি করে ঘটনার ব্যাখ্যা চায়। এই নিয়ম মেনেই আমরা যা করার করেছি। ক্রিকেটের ঊর্ধ্বে কেউ নয়। খেলার আইন অনুযায়ীই তদন্ত হবে যা এত দিন হয়ে এসেছে।’’ বিরাট যে এখনও এই অভিযোগ থেকে মুক্ত নন, বোর্ড সচিবের এই কথাতেই তার ইঙ্গিত রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy