আগের ম্যাচে প্যারিস সঁ জারমঁ-র কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর বায়ার্ন মিউনিখ। আজ, বুধবার চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাবের প্রতিপক্ষ সেল্টিক।
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-র কাছে শুধু হেরেই আসেনি বায়ার্ন, ০-৩ গোলে রীতিমতো বিপর্যস্ত হয়েছে নেমার দ্য সিলভা-দের হাতে। যে হারের ফলে চাকরি গিয়েছে ম্যানেজার কার্লো আন্সেলোত্তির। তাঁর জায়গায় আসা ইউপ হাইনকেস-এর সামনে এখন চ্যালেঞ্জ বায়ার্নকে ঠিক রাস্তায় ফিরিয়ে আনা।
সেল্টিকের বিরুদ্ধে বায়ার্ন নামছে ঘরের মাঠে। তার আগে দেখা গিয়েছে দু’দিন ধরে কঠোর অনুশীলনে নিজেদের ডুবিয়ে রেখেছেন বায়ার্ন ফুটবলাররা। বরার্ট লেয়নডস্কি, আর্জেন রবেন, কিংসলে কোম্যানরা সবাই ব্যস্ত ছিলেন প্র্যাকটিসে।
আরও পড়ুন: ‘আজও সেই সাম্বা ম্যাজিক দেখার অপেক্ষায় আছি’
হাইনকেস যে দলটা হাতে পেয়েছেন তারা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘বি’-তে দু’নম্বরে রয়েছে। কিন্তু দু’টো ম্যাচে তাদের পয়েন্ট মাত্র তিন। ফলে সেল্টিকের থেকে এই ম্যাচে ভীষণ ভাবে তিন পয়েন্ট দরকার রবেনদের। বায়ার্ন স্ট্রাইকার লেয়ানডস্কি বলেছেন, ‘‘এই ম্যাচটা আমাদের কাছে দারুণ গুরুত্বপূর্ণ। দু’ম্যাচ খেলে তিন পয়েন্ট কিন্তু খুব একটা ভাল ব্যাপার নয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy