Advertisement
০২ নভেম্বর ২০২৪
আজ মেসি বনাম কিয়েল্লিনি

টিম বাসেই য়ুভেন্তাস বধের স্ট্র্যাটেজি তৈরি বার্সার

জলের বোতল সাজিয়ে য়ুভেন্তাস-বধের স্ট্র্যাটেজি তৈরি করলেন লিওনেল মেসি-রা! য়ুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে সোমবারই তুরিন পৌঁছেছেন লিওনেল মেসি-রা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০৪:১০
Share: Save:

জলের বোতল সাজিয়ে য়ুভেন্তাস-বধের স্ট্র্যাটেজি তৈরি করলেন লিওনেল মেসি-রা!

য়ুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে সোমবারই তুরিন পৌঁছেছেন লিওনেল মেসি-রা। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে টিম বাসেই ম্যানেজার লুইস এনরিকের সঙ্গে আলোচনায় বসেছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও হাভিয়ার মাসচেরানো। কোন স্ট্র্যাটেজিতে খেলে য়ুভেন্তাসকে হারানো যাবে তা ঠিক করলেন জলের বোতল সাজিয়ে। সেই সঙ্গে লা লিগায় মালাগার বিরুদ্ধে হারের ময়নাতদন্তও করেন তাঁরা।

কিন্তু আশ্চর্যজনক ভাবে এই আলোচনায় ছিলেন না নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, মালাগার বিরুদ্ধে লাল কার্ড দেখে এল ক্লাসিকোয় অনিশ্চিত হয়ে পড়ার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি বার্সেলোনার তারকা। আর তাই নিজেকে সরিয়ে রেখেছিলেন নেমার।

য়ুভেন্তাসের বিরুদ্ধে ম্যাচের আগে রক্ষণ মূলত নিয়েই উদ্বেগ বাড়ছে বার্সা শিবিরে। ম্যানেজারের চিন্তা বাড়িয়ে আবার কার্ড সমস্যায় প্রথম লেগে বার্সা দলে নেই সের্জিও বুস্কেৎস।

আরও পড়ুন: এমএসএন নিয়ে সতর্ক য়ুভেন্তাস

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE