নায়ক: কাম্প ন্যু-তে স্বমহিমায় মেসি। লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে গোল করে জেতালেন দলকে। এএফপি
বার্সেলোনা ২ • সেল্টা ভিগো ০
পয়েন্ট টেবলের শীর্ষে থেকেই চলতি বছর শেষ করল বার্সেলোনা। শনিবার সেল্টা ভিগোকে হারানোর সুবাদে ১৭ ম্যাচে বার্সেলোনার অর্জিত পয়েন্ট ৩৭। দু’নম্বরে আতলেতিকো মাদ্রিদ (১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট)। তৃপ্ত ম্যানেজার আর্নেস্তো ভালভের্দে বলেছেন, ‘‘নতুন বছরে অভিযান শুরুর আগে এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নতুন বছরে খেলা শুরু করব।’’
ম্যাচের দশ মিনিটে উসমান দেমবেলের গোল। বিরতির আগে ব্যবধান বাড়িয়ে দেন লিয়োনেল মেসি। পরে গোলের সংখ্যা আরও বাড়তে পারত লুইস সুয়ারেস সহজ সুযোগ নষ্ট না করলে। চলতি বছরের শেষ ম্যাচ খেলার পর সঙ্গত কারণেই দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে পর্যালোচনায় বসে পড়েছেন মেসিদের ম্যানেজার। এবং তাঁকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করেছে মেসি এবং জর্ডি আলবার পারস্পরিক বোঝাপড়া। পরিসংখ্যান বলছে, চলতি লা লিগায় এখনও পর্যন্ত ১৫টি গোল করেছেন মেসি। তার মধ্যে আলবার পাস ছিল আটটি। সেই তথ্যকে সামনে রেখেই ভালভের্দে বলেছেন, ‘‘ওদের পারস্পরিক বোঝাপড়াই আমাদের দলের সেরা সম্পদ হতে চলেছে। মাঠের কোন জায়গায় মেসি থাকতে পারে অথবা কোন জায়গা থেকে আলবা বল বাড়াতে পারে, তা ওরা দু’জনেই খুব ভাল জানে। এই ছন্দ বজায় থাকলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে বলেই মনে হয়।’’ যা নিয়ে আলবার মন্তব্য, ‘‘ইনিয়েস্তা চলে যাওয়ার পর আক্রমণভাগকে সচল রাখার বাড়তি দায়িত্ব নিতে হয়েছে আমাকে। এবং সেই দায়িত্বটা আমি উপভোগ করছি।’’ আরও বলেছেন, ‘‘আমাদের দলের সেরা অস্ত্র মেসি। ওকে ম্যাচে যত বেশি পরিমাণে গোলের বল বাড়াতে পারব, লাভবান হব আমরাই। সেই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে।’’
বার্সেলোনা শিবিরের দ্বিতীয় প্রাপ্তি ফরাসি তারকা উসমান দেমবেলের ধারাবাহিকতা। এখনও পর্যন্ত সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে দশ গোল করে ফেলেছেন ২১ বছরের ফরাসি স্ট্রাইকার। ভালভের্দের বিশ্লেষণ, ‘‘ও শুধু গোলই করতে জানে না। ম্যাচ নিয়ন্ত্রণ করার দক্ষতা রয়েছে এবং পাসিং ক্ষমতা অসাধারণ। ও আমাদের দলের আর এক সেরা সম্পদ হয়ে উঠেছে।’’ আরও বলেছেন, ‘‘দেমবেলে দ্রুত এই দলের ফুটবল দর্শনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ফলে মেসির ওপর থেকে চাপ অনেকটাই কমে গিয়েছে।’’ ফরাসি স্ট্রাইকারকে নিয়ে উচ্ছ্বসিত আলবাও। তিনি বলেছেন, ‘‘ও খুবই মনোযোগী ছাত্র। এবং ম্যাচের সময় দেমবেলের দৃষ্টিশক্তি অনেক বেশি প্রখর হয়ে যায়। সতীর্থরা কোথায় বল বাড়াতে পারে, অথবা প্রতিপক্ষের গোলের সামনে গিয়ে কীভাবে বল ছাড়তে হবে, সে সম্পর্কে ওর ধারণা অত্যন্ত স্বচ্ছ।’’
ইতিবাচক বিষয়ের সঙ্গে থাকছে কিছু নেতিবাচক ব্যাপারও। লুইস সুয়ারেস সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচে খুবই ম্লান ছিলেন। ভালভের্দের কথায়, ‘‘জানি ওর মতো ফুটবলার চেনা ছন্দে ফিরতে বেশি সময় নেবে না। কিন্তু নতুন বছরে যে কঠিন লড়াইগুলো অপেক্ষা করে রয়েছে, সেখানে ওকে ক্ষিপ্র থাকতেই হবে। আশা করছি, এই বিরতি সুয়ারেসকে তরতাজা করে দেবে।’’ শেষ তিন ম্যাচে রিজার্ভ বেঞ্চে রয়েছেন ফিলিপে কুটিনহো। বার্সা ম্যানেজারের উপলব্ধি, ‘‘কোনও কারণে ও হয়তো ছন্দ হারিয়ে ফেলেছে। সেটা আমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে।’’
শীর্ষে জুভেন্তাস: শনিবার সেরি আ’তে এএস রোমাকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্তাস। ৩৫ মিনিটে একমাত্র গোল মারিও ম্যাঞ্জুকিচের। ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে জুভেন্তাস। শনিবারের ম্যাচে গোল না পেলেও দর্শকদের মন জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর দুর্দান্ত বাইসাইকেল ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy