একে তো কনকনে ঠান্ডা তার উপর সারা রাত বৃষ্টি। সোমবার ধর্মশালা পৌঁছে প্রাকৃতিক শোভা দেখে মুগ্ধ হয়েছিলেন মাশরাফি, সাকিবরা। কিন্তু রাতের বৃষ্টি দেখে মনে হচ্ছিল এমন চললে এই অপরিচিত মাঠে আর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে মঙ্গলবারের অনুশীলনটাই না ভেস্তে যায়। কিন্তু মঙ্গলবারের সকালটা ছিল অন্যরকম। যা দেখে মন ভাল হয়ে গেল ব্যাঘ্র বাহিনীর। কিন্তু খচখচানিটা গেল না। বিশ্বকাপের অভিযান শুরু করতে হচ্ছে দেশের সেরা বোলারকে ছাড়়াই। এশিয়া কাপের মধ্যেই অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মুস্তাফিজ। শুরুতেই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। এদিন অনুশীলনও করেননি তিনি। তাই তাঁর খেলার আর কোনও সম্ভবনা নেই। মূল পর্বের জন্য মুস্তাফিজকে তুলে রাখছে দল। তিনি আপাতত সময় কাটাচ্ছেন ফিজিওর সঙ্গে।
এদিকে আবার অন্য সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশ দলের মধ্যে। দীর্ঘ সময় অনুশীলন করলেও উচ্চতা জনিত কারণে শ্বাস কষ্টে ভুগেছে দলের সকলেই। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেন মাশরাফিরা। তবে, শ্বাসের সমস্যাই ভাবাচ্ছে পুরো দলকে। মাশরাফি অবশ্য স্বীকারও করে নিয়েছেন সে কথা। ভারতের বাকি জায়গা যেখানে ক্রিকেট খেলা হয় অনেকটা বাংলাদেশের মতোই। কিন্তু ধর্মশালার পরিবেশ একদম আলাদা। তাই সেটা সব থেকে বড় চিন্তার কারণ বাংলাদেশ দলের। বুধবার প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই নামছে এশিয়া কাপ রানার্সরা।
আরও খবর
আমির নিয়ে এত কথা কেন, বুমরাহকে নিয়ে বলুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy