Advertisement
০৩ নভেম্বর ২০২৪

বাঘ-বাহিনীর বাহাদুরিতে বিহ্বল বাংলাদেশ

সন্ধে হলেই ভিড়টা বেড়ে যায় বেশ কয়েক গুণ। সামনেই ঈদ! ইফতারের পর সকলেই তাই কেনাকাটার ভিড়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু, রবিবারের সন্ধেটা ছিল একেবারেই আলাদা। বাজারের ভিড়টা ক্রমশ হাল্কা হতে শুরু করেছিল। আর সেই ভিড়টাই বাড়তে শুরু করেছিল টিভির সামনে। রাজধানীর চিত্র ছিল আরও কিছুটা আলাদা। মিরপুরের যে গ্যালারি শুরুর দিকে ছিল ফাঁকা, সন্ধ্যার পর থেকে সেই গ্যালারিই হঠাত্ একটু একটু করে ভরে ওঠে। ঈদের আগে বড় উপহারটি বোধহয় টিম বাংলাদেশই এনে দিল দেশবাসীকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। সিংহের দেশকে ৭ উইকেটে হারিয়ে দিল বাঙালি বাঘেরা।

নিজস্ব প্রতিবেদন শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ১০:৫৮
Share: Save:

সন্ধে হলেই ভিড়টা বেড়ে যায় বেশ কয়েক গুণ। সামনেই ঈদ! ইফতারের পর সকলেই তাই কেনাকাটার ভিড়ে ব্যস্ত হয়ে পড়েন।

কিন্তু, রবিবারের সন্ধেটা ছিল একেবারেই আলাদা। বাজারের ভিড়টা ক্রমশ হাল্কা হতে শুরু করেছিল। আর সেই ভিড়টাই বাড়তে শুরু করেছিল টিভির সামনে। রাজধানীর ছবিটা আর একটু আলাদা। মিরপুরের যে গ্যালারি শুরুর দিকে ছিল ফাঁকা, সন্ধ্যার পর থেকে সেই গ্যালারিই হঠাত্ একটু একটু করে ভরে ওঠে। ঈদের আগে বড় উপহারটি বোধহয় টিম বাংলাদেশই এনে দিল দেশবাসীকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। সিংহের দেশকে ৭ উইকেটে হারিয়ে দিল বাঙালি বাঘেরা।

এর আগে ধোনির ভারতীয় বাহিনীকে হারিয়েছে বাঙালি ব্রিগেড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়ার পর ওয়ান ডে তে জয়ের আলো দেখা গেল ঈদের মুখে। কিন্তু, গত আট মাসে তারা খুবই ভাল খেলছিল। এমনকী, এই মুহূর্তে তারা বিশ্বের দু’নম্বরে। ২০১৪-র নভেম্বর থেকে এ পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে জয়ীর তালিকায় এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। তারা ১৯টি ম্যাচ জিতেছে। বাংলাদেশ জিতেছে ১৪টি ম্যাচ।

ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় নিশ্চিত করেছিলেন সৌম্য সরকার। সেই হাঁকানোর মধ্যেই জড়িয়ে ছিল আসলে গর্জন। বাঘের গর্জন। এ যেন এক বার্তা। ষেখানে বলতে চাওয়া হয়েছে, প্রতিপক্ষ যেই হোক না কেন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামলে এখন ওই গর্জনই শুনতে হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE