Advertisement
০৩ নভেম্বর ২০২৪

ফুটবলারের খোঁজে ভাইচুং

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য এ বার বাংলা থেকে প্রতিভার খোঁজে নেমে পড়তে চলেছেন ভাইচুং ভুটিয়া। রাষ্ট্রায়ত্ত একটি সংস্থার সঙ্গে সে রকমই চুক্তি হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। এর জন্য একটি আন্তঃ রাজ্য টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। সেই টুর্নামেন্ট থেকেই ভাইচুং ফুটবলার বাছবেন। এর আগে ফেডারেশনের তরফ থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য রবীন্দ্র সরোবরে ট্রায়ালের ব্যবস্থা হয়েছিল।

কোচিতে এক অনুষ্ঠানে ভাইচুং ভুটিয়া। শনিবার। ছবি: পিটিআই

কোচিতে এক অনুষ্ঠানে ভাইচুং ভুটিয়া। শনিবার। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০৩:০৭
Share: Save:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য এ বার বাংলা থেকে প্রতিভার খোঁজে নেমে পড়তে চলেছেন ভাইচুং ভুটিয়া। রাষ্ট্রায়ত্ত একটি সংস্থার সঙ্গে সে রকমই চুক্তি হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। এর জন্য একটি আন্তঃ রাজ্য টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। সেই টুর্নামেন্ট থেকেই ভাইচুং ফুটবলার বাছবেন। এর আগে ফেডারেশনের তরফ থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য রবীন্দ্র সরোবরে ট্রায়ালের ব্যবস্থা হয়েছিল। সেখানে প্রায় সাতশো ফুটবলার ট্রায়াল দিতে এসেছিলেন। কিন্তু তার মধ্যে মাত্র একজন গোলকিপারই সুযোগ পেয়েছে। এ দিকে এ দিন অল ইন্ডিয়া পাবলিক সেক্টর স্পোর্টস কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে সংবধর্না দেওয়া হল রাজ্যের নামী ক্রীড়াবিদদের। এঁরা হলেন পিকে বন্দ্যোপাধ্যায়, গুরবক্স সিংহ, অতনু ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়, মনোজ কোঠারি, জয়দীপ কর্মকার এবং বুলা চৌধুরীকে।

অন্য বিষয়গুলি:

Baichung Bhutia football India PK Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE