হেরে গেলেন সোফিয়া কেনিন। ছবি রয়টার্স
এখনও পর্যন্ত এবারের অস্ট্রেলিয়ান ওপেনের সবথেকে বড় অঘটনটা ঘটালেন এস্তোনিয়ার কায়া কানেপি। তিনি হারিয়ে দিলেন গতবারের চ্যাম্পিয়ন সোফিয়া কেনিনকে। বিশ্বের ৬৫ নম্বর কানেপি দ্বিতীয় রাউন্ডে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দেন চতুর্থ বাছাই আমেরিকার কেনিনকে।
শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশ বার্টিকে লড়াই করে দ্বিতীয় রাউন্ডে জিততে হয়। তিনি ৬-১, ৭-৬ (৯-৭) গেমে হারান অস্ট্রেলিয়ারই দারিয়া গাভ্রিলোভাকে। ষষ্ঠ বাছাই ক্যারোলিনা প্লিসকোভা ৭-৫, ৬-২ গেমে হারান আমেরিকার ড্যানিয়েল কলিন্সকে। পঞ্চম বাছাই এলিনা সোয়াইতোলিনা ৬-৪, ৬-৩ গেমে হারান কোকো গউফকে।
পারলেন না অঙ্কিতা রায়না, দ্বিবীজ শরণ। ডাবলসে ভারতের অঙ্কিতা ও রোমানিয়ার মিহায়েলা বুজারনেস্কু জুটি ৩-৬, ০-৬ গেমে উড়ে যান অস্ট্রেলীয় জুটি বেলিন্দা উলক ও অলিভিয়া গাডেকির কাছে। ভারতের দ্বিবীজ শরণ এবং তাঁর ক্রোয়েশিয়ার জুটি ইগর জেলিনে ১-৬, ৪-৬ গেমে উড়ে যান জার্মানির ইয়ানিক হানফম্যান ও কেভিন ক্রাউইৎজ জুটির কাছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy