ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় আগেই নিশ্চিত করেছে ভারতীয় দল। ৩-১ ব্যবধান এগিয়ে যাওয়ায় রবিবার সিরিজ়ের পঞ্চম ম্যাচে পরীক্ষানিরীক্ষার সুযোগ রয়েছে কোচ গৌতম গম্ভীরের হাতে। স্বভাবতই চতুর্থ ম্যাচের প্রথম একাদশে একাধিক বদল করতে পারে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে মুম্বইয়ে বিশ্রাম দেওয়া হতে পারে অর্শদীপ সিংহ এবং হার্দিক পাণ্ড্যকে। আগের ম্যাচে চোট পাওয়া শিবম দুবেও সম্ভবত বিশ্রাম দেওয়া হবে। শনিবারই ভারতীয় দলে বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন মহম্মদ শামি। তাঁকে ম্যাচ অনুশীলনের সুযোগ দিতে চাইছেন গম্ভীরও। তবে ভারতের ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম। সঞ্জু স্যামসনের সঙ্গে অভিষেক শর্মাই শুরু করবেন ভারতীয় দলের ইনিংস। তিন নম্বরে নামবেন তিলক বর্মা। চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে থাকবেন রিঙ্কু সিংহ। ওয়াংখেড়ের ২২ গজে ভারতের হয়ে ছ’নম্বরে ব্যাট করতে পারেন ধ্রুব জুরেল। এই ম্যাচে উইকেটরক্ষক হিসাবেও তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাত নম্বরে আসবেন অলরাউন্ডার অক্ষর পটেল।
ব্যাটিং অর্ডারের শেষ চারটি জায়গায় থাকবেন বোলারেরা। আট থেকে ১১ নম্বর পর্যন্ত পর পর দেখা যেতে পারে রবি বিশ্নোই, মহম্মদ শামি, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে। আগের ম্যাচে শিবমের পরিবর্তে কনকাশন পরিবর্ত হিসাবে খেলেছিলেন হর্ষিত। কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলার ৩ উইকেট নিয়ে নজরও কাড়েন। সেটাই ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ভাল পারফরম্যান্সের সুবাদে মুম্বইয়েও তাঁকে খেলানো হতে পারে।
চার জন বিশেষজ্ঞ নিয়ে বোলার নিয়ে প্রথম একাদশ তৈরি করলে ব্যাটিং শক্তি কিছুটা কমবে ভারতীয় দলের। সিরিজ় জয় আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এবং প্রয়োজনীয় পরীক্ষার স্বার্থে এটুকু ঝুঁকি নেওয়া স্বাভাবিকই।
আরও পড়ুন:
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অক্ষর পটেল, রবি বিশ্নোই, মহম্মদ শামি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।