Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Paris Olympics 2024

নির্বিঘ্নে অলিম্পিক্স ভিলেজে পৌঁছেও সমস্যায় অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল দল, কেন?

অস্ট্রেলিয়ার মহিলা ফুটবলারেরা প্যারিসের অলিম্পিক্স ভিলেজে পৌঁছে গিয়েছেন। তাঁরা নির্বিঘ্নে ফ্রান্সে পৌঁছেও বিপাকে পড়েছেন। দলের বেশ কিছু ব্যাগ আটকে রয়েছে স্পেনের একটি বিমানবন্দরে।

Picture of Football

অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল দল প্যারিস রওনা হওয়ার আগে। ছবি: এক্স (টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৭:৪৪
Share: Save:

অলিম্পিক্সে যোগ দিতে প্যারিস পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল দল। খেলোয়াড়, কোচেরা ফ্রান্সে পৌঁছে গেলেও তাঁদের বেশ কিছু ব্যাগ আটকে রয়েছে স্পেনের বিমানবন্দরে। ফলে অলিম্পিক্স শুরুর কয়েক দিন আগে বিপাকে পড়েছেন তাঁরা।

২৫ জুলাই মাঠে নামবে অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানি। অথচ প্যারিসে পৌঁছেও ঠিক মতো অনুশীলন করতে পারছেন না অস্ট্রেলিয়ার মহিলা ফুটবলারেরা। তাঁদের বেশ কিছু ব্যাগ আটকে রয়েছে স্পেনের বিমানবন্দরে। সেগুলিতে বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম ছাড়াও রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও। রবিবার সমস্যার কথা জানিয়েছেন দলের প্রধান আনা মেয়ার্স।

ব্যাগগুলি কবে তাঁরা হাতে পাবেন, সে ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেনি বিমান সংস্থা। যত দ্রুত সম্ভব ব্যাগগুলি প্যারিসে নিয়ে আসার আশ্বাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা ফুটবলারেরা। সমস্যা সমাধানে যোগাযোগ করা হয়েছে ফুটবল অস্ট্রেলিয়ার (সে দেশের ফুটবল সংস্থা) সঙ্গে। মেয়ার্স জানিয়েছেন, ‘‘অনুশীলন করতে খুব একটা সমস্যা হচ্ছে না। তবে ফুটবলারদের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আটকে রয়েছে। ওদের ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ জিনিসও আছে ব্যাগগুলিতে ম্যাচের সময় সমস্যা হতে পারে। চিকিৎসা সামগ্রীগুলিও হাতে পাওয়া জরুরি।’’

সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন ফুটবল অস্ট্রেলিয়ার কর্তারা। আশা করা হচ্ছে, সোমবারের মধ্যে স্পেনে আটকে থাকা ব্যাগগুলি অলিম্পিক্স ভিলেজে অস্ট্রেলিয়া শিবিরে পৌঁছে যাবে। তবে ব্যাগগুলি হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না অস্ট্রেলিয়ার মহিলা ফুটবলারেরা।

এর আগেও প্যারিসে জিনিসপত্র পাঠাতে গিয়ে সমস্যা পড়েছেন অস্ট্রেলিয়ার ক্রীড়া কর্তারা। অলিম্পিক্সে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়ার সব ক্রীড়াবিদদের অনুশীলন এবং ম্যাচের জার্সি-সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস জাহাজে করে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। যে জাহাজে অস্ট্রেলিয়া দলের জিনিসপত্র ছিল, সেই জাহাজটির সঙ্গে অন্য একটি জাহাজের সংঘর্ষ হয় জিব্রাল্টার প্রণালীতে। জুলাইয়ের প্রথম দিকের সেই সমস্যার সমাধান আগেই হয়েছে। এ বার মহিলা ফুটবল দলের বেশ কিছু ব্যাগ আটকে রয়েছে স্পেনের একটি বিমানবন্দরে।

অন্য বিষয়গুলি:

Paris Olympics 2024 Australia Football Team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE