Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Kolkata-Chennai match draw

ড্র দিয়ে শুরু অ্যাটলেটিকো কলকাতার তৃতীয় আইএসএল অভিযান

কলকাতা বনাম চেন্নাই ম্যাচের একটি মুহূর্ত। রবিবার রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে। ছবি: পিটিআই।

কলকাতা বনাম চেন্নাই ম্যাচের একটি মুহূর্ত। রবিবার রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ২২:০২
Share: Save:

কলকাতা ২ (দ্যুতি, হিউম)

চেন্নাই ২ (রানে, মুলার)

অ্যাটলেটিকো কলকাতার শুরুটা ড্র দিয়েই হল। ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই চেন্নাইয়ান এফসির কাছে আটকে গেল কলকাতা। খেলার ফল ২-২। পর পর গোলের সুযোগ নষ্ট করলেন পোস্তিগা। কিন্তু সমীর দ্যুতিকে যে মাপা ক্রসটি রাখলেন সেটা হয়তো তাঁর ক্রসগুোলর মধ্যে ধরা হবে। প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়েছিল আইএসএল-এর দ্বিতীয় ম্যাচের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘরের মাঠে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। বাঁ দিক থেকে সবাইকে কাটিয়ে ডানদিকে দ্যুতিকে লক্ষ্য করে মাপা পাস রেখেছিলেন কলকাতার মার্কি প্লেয়ার পোস্তিগা। চেন্নাই ডিফেন্ডার মোহনরাজকে সামনে রেখেই সেই বল গোল লক্ষ্য করে শট নেন দ্যুতি। বেরিয়ে এসেছিলেন চেন্নাই গোলকিপারও। দ্যুতির শট সরাসরি চলে যায় গোলে।

ঠিক সাত মিনিটের মাথায় চেন্নাইকে সমতায় ফেরান জয়েশ রানে। জেজের দুর্বল শট গোলের মুখ থেকে ফিরে এলে সেই বলই গোলে পাঠান জয়েশ। এই গোলের চার মিনিটের মধ্যেই চেন্নাইকে ২-১ গোলে এগিয়ে দেন হন্স মুলার। ডুডুর পাস থেকে মুলারের শট ক্লিয়ার করতে গিয়েছিলেন তিরি। কিন্তু তাঁর মাথায় লেগে সেই বল চলে যায় গোলে। বল লক্ষ্য করে সঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন গোলকিপার দেবজিৎ মজুমদার। কিন্তু বলের নাগাল পাননি। এর পর সুযোগ নষ্টের হ্যাটট্রিক করে পেললেন বোরহা, হিউম, দ্যুতিরা। পেনাল্টি না পেলে হয়তো হেরেই শেষ করতে হত কলকাতাকে। দ্যুতিকে বক্সের মধ্যে ফাউল করে কলকাতাকে পেনাল্টি পাইয়ে দিয়েছিলেন জেরি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ইয়ান হিউম।

৮৬ মিনিটে কলকাতা সমতায় ফিরলেও আর জয়ের জন্য ঝাঁপাতে পারেনি। বরং তখন ড্র ধরে রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। আর গোলের মুখ খুলতে পারেনি চেন্নাইও। প্রশ্ন উঠে গেল কলকাতার খারাপ গোল হজম নিয়েও। যার ফলে আঙুল উঠতে শুরু করে দিল দলের রক্ষণ ও গোলকিপারকে নিয়েও। তবে প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। সেখান থেকে এক পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। তবে ঘরের মাঠের লাভ নিতে ব্যর্থ কলকাতা।

কলকাতা: দেবজিৎ, প্রীতম, অর্ণব, তিরি, রবার্ট (প্রবীর), জাভি, বোরহা, বিক্রমজিৎ, দ্যুতি, হিউম, পোস্তিগা (ডিকা)।

অন্য বিষয়গুলি:

Atletico Kolkata Chennaian FC ISL2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE