সেমিফাইনালে দীপিকা পাল্লিকাল। ছবি: পিটিআই।
সপ্তম দিন ভারতকে প্রথম পদক এনে দিলেন দীপিকা পাল্লিকাল। যদিও হেরে ব্রোঞ্জ পদক পেলেন তিনি। শুক্রবারই সেমিফাইনালে উঠে স্কোয়াশে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছিলেন দীপিকা। শনিবার পদক নিশ্চিত করেই নেমেছিলেন তিনি। রুপো বা সোনাও আসতে পারত। কিন্তু সেই একই কাহিনী লিখলেন তিনিও। মালয়েশিয়ার নিকোল ডেভিডের কাছে হেরে আগেই নিশ্চিত হওয়া ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল মিসেস কার্তিককে।
এই এশিয়ান গেমসে প্রায় সকল প্রতিযোগিরই এক কাহিনী। শুধুমাত্র টেনিস ডবলসে বোপন্নারা সোনা জিতে অন্য বার্তা দিয়েছিলেন। না হলে এতদিন যতজন অ্যাথলিট যে বিভাগেই আগের দিন পদক নিশ্চিত করেছেন। তাঁরা সকলে হেরেই পদক পেয়েছেন। ব্যাতিক্রম নন দীপিকাও। স্কোয়াশে এ দিন তৃতীয় ব্রোঞ্জটি জিতলেন সৌরভ ঘোষাল। পুরুষদের সিঙ্গলসেও তিনিও হংকংয়ের চন মিং অ-র কাছে -৩এ হেরে শেষ করলেন।
দীপিকা ০-৩-এ হারলেন এশিয়ান গেমসের চারবারের চ্যাম্পিয়ন নিকোলের কাছে। খেলার ফল ৭-১১, ৯-১১ ও ৬-১১। সেমিফাইনালে দাড়াতেই পারেননি দীপিকা। জাপানের কোবায়াশি মিসাকিকে ৩-০তে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলেন দীপিকা। শুধু দীপিকাই নন স্কোয়াশে ব্রোঞ্জ পদক পেলেন জোস্না চিনাপ্পাও। ৩১ বছরের জোস্না ১-৩এ হারলেন মালয়েশিয়ার ১৯ বছরের সিভাসাঙ্গারি সুব্রমনিয়মের কাছে।
আরও পড়ুন
তিন ম্যাচে ৫১ গোল সর্দারদের
স্কোয়াশে পদকের দিনই ব্যাডমিন্টনের ডবলস থেকে ছিটকে গেলেন অশ্বিনী পোনাপ্পা ও সিক্কি রেড্ডি জুটি। হারল চিনের কাছে। অন্য দিকে জর্জিয়ার মারিস্কাকে ২১-১২, ২১-১৫তে হারিয়ে ব্যাডমিন্টন মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু। ইন্দোনেশিয়ার ফিত্রিয়ানিকে ২১-৬, ২১-১৪তে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছলেন সাইনা নেহওয়াল।
তিরন্দাজির রিকার্ভ টিম ইভেন্টে ছিটকে গেল ভারতের মহিলা-পুরুষ দুই দলই। ছেলেরা ১-৫-এ হারল কোরিয়ার কাছে। মেয়েরা ২-৬-এ হারল চাইনিজ তাইপের কাছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy