রিভিউ নেওয়ায় সুপারহিট মহেন্দ্র সিংহ ধোনি।
ডিসিশন রিভিউ সিস্টেম নয়, ধোনি রিভিউ সিস্টেম। রেফারেল সিস্টেমের নাম মহেন্দ্র সিংহ ধোনির নামে করার দাবি ফের জোরালো। সৌজন্যে, এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে রবিবার পাকিস্তানের ইমাম-উল-হকের আউটের ক্ষেত্রে তাঁর ভূমিকা।
অতীতে অজস্র বার রিভিউ নেওয়ার ক্ষেত্রে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন ধোনি। রবিবার সেই সুনামই অক্ষুণ্ণ রাখলেন তিনি। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে। যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউয়ের আবেদন ওঠে ইমামের বিরুদ্ধে। আম্পায়ার অবশ্য তা নাকচ করে দেন।
ধোনি তখনই অধিনায়ক রোহিত শর্মাকে রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন। রোহিত তা শুনে নেন রিভিউ। এবং রিভিউয়ে দেখা যায়, বল লেগেছিল উইকেটে। সিদ্ধান্ত পাল্টে আউট দেন আম্পায়ার। ভারত পায় প্রথম উইকেট।
আরও পড়ুন: সীমানায় ফিল্ডিং করছেন শোয়েব, হঠাত্ ‘জিজু, জিজু’ চিত্কার
আরও পড়ুন: প্রয়াত ‘ময়দানের ভীষ্ম’ বিশ্বনাথ দত্ত
— CricBoll (@mycricboll) September 23, 2018
তখন ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাওস্কর ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণাণ। গাওস্কর বলে ওঠেন, “এমএসডি সত্যিই জিনিয়াস। আশ্চর্য এক মানুষ। রিভিউ নিতে অধিনায়ক রোহিতকে ধোনিই উত্সাহিত করেছিল। আর তার ফল তো দেখাই যাচ্ছে। পরিষ্কার আউট এটা!”
টুইটারেও শুরু হয় ধোনির বন্দনা। এক জন লেখেন, “ডিআরএস মানে ডিসিশন রিভিউ সিস্টেম নয়, এখন ওটার মানে ধোনি রিভিউ সিস্টেম।” বিভিন্ন সিনেমার নানা মুহূর্তের ছবি দিয়ে মজার মজার পোস্ট হতে থাকে এর পর।
DRS meaning is not Decision Review System, but Now DRS meaning is Dhoni Review System.. #INDvPAK #PAKvIND #INDvsPAK #PAKvsIND pic.twitter.com/pbBXBuNYJ0
— Karan..💫 (@ImKsuneja) September 23, 2018
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল , টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy