Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
Today’s Sports Events

তিন দিন পর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট, কোহলিদের সব খবর, থাকছে আইপিএল নিলামের খবর, ইউরোপের ফুটবল

তিন দিন পর শুরু হচ্ছে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর। ভারতীয় দলের সব খবর। রবিবার আইপিএলের বড় নিলাম শুরু। নিলামের আগের সব খবর। রয়েছে উয়েফা নেশনস লিগে ন’টি ম্যাচ, শ্রীলঙ্কা-নিউ জ়িল্যান্ড তৃতীয় এক দিনের ম্যাচ।

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৬:৫২
Share: Save:

আর তিন দিন পর শুরু হচ্ছে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর। শুক্রবার থেকে প্রথম টেস্ট। ভারতীয় দলের সব খবর। আগামী রবিবার আইপিএলের বড় নিলাম শুরু। চলবে সোমবার পর্যন্ত। নিলামের আগের সব খবর। উয়েফা নেশনস লিগে আজ রাতে খেলবে দুই বড় দল জার্মানি, নেদারল্যান্ডস। রয়েছে মোট ন’টি ম্যাচ। রয়েছে শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড তৃতীয় এক দিনের ম্যাচ।

তিন দিন পর শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট, সব খবর

ভারতীয় দলের অস্ট্রলিয়া সফর শুরু হতে আর তিন দিন বাকি। শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। শুরু হয়ে গিয়েছে দুই দলের কথার লড়াই। ভারতীয় দলে নিয়মিত চোট-আঘাতও হচ্ছে। দুই দলের সব খবর।

আগামী রবিবার আইপিএলের বড় নিলাম, ১০ দল কাদের রাখছে, কে কোথায় যাচ্ছেন, সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আগামী রবিবার আইপিএলের বড় নিলাম শুরু। চলবে সোমবার পর্যন্ত। ঠিক হয়ে যাবে আগামী তিন বছরের জন্য ১০টি দল কাদের নিচ্ছে। কে কোথায় যেতে পারেন, কোন দল কাদের জন্য নিলামে বিড করবে? নিলামের আগের সব খবর।

উয়েফা নেশনস লিগে ন’টি ম্যাচ, খেলবে জার্মানি, নেদারল্যান্ডস

উয়েফা নেশনস লিগে আজ রাতে ন’টি ম্যাচ। খেলবে দুই বড় দল জার্মানি, নেদারল্যান্ডস। জার্মানির সামনে হাঙ্গেরি। নেদারল্যান্ডস খেলবে বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার বিরুদ্ধে। এ ছাড়াও রয়েছে সুইডেন-আজ়ারবাইজান, মন্টিনেগ্রো-তুরস্ক, স্লোভাকিয়া-এস্তোনিয়া, আলবেনিয়া-ইউক্রেন, চেকিয়া-জর্জিয়া, ওয়েলস-আইসল্যান্ড, মাল্টা-অ্যান্ডোরা ম্যাচ। সব খেলা রাত ১:১৫ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

কিউয়িদের বিরুদ্ধে সিরিজ় শ্রীলঙ্কার পকেটে, তৃতীয় এক দিনের ম্যাচ

আজ শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড তৃতীয় এক দিনের ম্যাচ। প্রথম দু’টি ম্যাচ জিতে শ্রীলঙ্কা ইতিমধ্যেই ২-০ ফলে জিতে নিয়েছে সিরিজ়। আজ শেষ ম্যাচ নিয়মরক্ষার। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে।

অন্য বিষয়গুলি:

Today’s Sports Events IPL Auction 2025 UEFA Nations League India vs Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy