অর্জুন তেন্ডুলকর।
ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে জায়গা পেলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। আগেই জায়গা করে নিয়েছিলেন মুম্বইয়ের অনূর্ধ্ব-১৯ দলে। এবার এল জাতীয় দলে খেলার সুযোগ। জুলাই মাসে শ্রীলঙ্কায় দুটি চার দিনে ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল, সেই দলেই জায়গা পেয়েছেন অর্জুন। বাবার মতো স্পেশ্যালিস্ট ব্যাট্সম্যান নন, বরং বাঁ-হাতি জোরে বোলার অর্জুন।
ভালো বল করার সুবাদে গত সেপ্টেম্বরে এতটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলার জন্য অনূর্ধ্ব-১৯ মুম্বই দলে জায়গা করে নিয়েছিলেন তেন্ডুলকর জুনিয়র। এর আগে ভারতের সিনিয়র দলের অনুশীলনে বল করতে দেখা গেছে অর্জুনকে।
শ্রীলঙ্কা সফরে ভারতের এই জুনিয়র দলের নেতৃত্ব দেবেন দিল্লির উইকেটকিপার ব্যাট্সম্যান অনুজ রাওয়াত। শ্রীলঙ্কায় দুটি চার দিনের ম্যাচ ছাড়াও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল। চার দিনের দলে জায়গা পেলেও একদিনের দলে নাম নেই অর্জুনের।
BREAKING: Arjun Tendulkar, son of @sachin_rt, has been called up to Rahul Dravid's India U19 squad for their upcoming four-day games in Sri Lanka. pic.twitter.com/2zcxTnah3D
— ICC (@ICC) June 7, 2018
আরও পড়ুন: আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইকে অনায়াসেই হারিয়ে দিত হেরোদের এই একাদশ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy