বুয়েনস আইরেসের মেয়র হোরাসিয়ো রদ্রিগেজ লারেতা।—ফাইল চিত্র।
কোপা লিবার্তাদোরেস কাপ ফাইনালে বোকা জুনিয়র্সের বাসে হামলার পিছনে রয়েছে রিভারপ্লেটের গুণ্ডারা। যাদের অন্যতম পরিচিতি, ‘আর্জেন্টিনা ফুটবলের মাফিয়া।’ বললেন বুয়েনস আইরেসের মেয়র।
শনিবার দ্বিতীয় পর্বের ফাইনালের আগে এই বাসে হামলার ঘটনায় ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে ফাইনাল। কবে তা অনুষ্ঠিত হবে তা জানা যাবে মঙ্গলবার লাতিন আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর বৈঠকের পরেই। ইতিমধ্যেই জেনোয়াতে এই ফাইনাল আয়োজন করার প্রস্তাব দিয়েছে ইতালির ফুটবল সংস্থা।
এই ঘটনার জেরে আহত হন বোকা জুনিয়র্সের বেশ কয়েক জন ফুটবলার। যা দেখে বুয়েনস আইরেসের মেয়র হোরাসিয়ো রদ্রিগেজ লারেতা বলছেন, ‘‘প্রতিহিংসা মেটাতে এসেছিল রিভারপ্লেটের মাফিয়ারা। কারণ, ঘটনার আগের দিন রিভারপ্লেটের সবচেয়ে কট্টর সমর্থক ও দাঙ্গাবাজ গোষ্ঠী বাররা ব্রাভা-র এক নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। যেখান থেকে বাজেয়াপ্ত হয় এক কোটি পেসো (আর্জেন্টিনার মুদ্রা) ও ফাইনালে তিনশো টিকিট। যা ফাইনালের দিন কালোবাজারে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল ওদের।’’ তিনি সঙ্গে যোগ করেন, ‘‘গত পঞ্চাশ বছর ধরে আর্জেন্টিনার ফুটবলে রাজত্ব করে যাচ্ছে ওরা। যে তিনশো জনের টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে হামলা ওরাই চালিয়েছিল।’’ ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে রয়েছেন এক জন মহিলাও। যিনি এক বাচ্চার পেটে আতসবাজি বেঁধে মাঠে বিক্রি করার জন্য ঢুকেছিলেন। ভিডিয়ো দেখে ওই মহিলাকে গ্রেফতার করা হয়।
যদিও এর মাঝে পরিবর্তিত ফাইনাল নিয়ে এ দিনও উৎসাহব্যঞ্জক মন্তব্য করেছেন রিভারপ্লেট কর্তা রোদোল্ফো দি’ওনোফ্রিয়ো। তাঁর কথায়, ‘‘ফাইনাল ম্যাচ হবেই। কারণ এটা ফুটবল উৎসব। কয়েকজন দুষ্কৃতীর জন্য তা নষ্ট হতে পারে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy