Advertisement
০৬ নভেম্বর ২০২৪

দেল পোত্রোকে হারিয়ে শেষ ষোলোয় মারে

শনিবার খুয়ান মার্টিন দেল পোত্রো ম্যাচকে ধরা হয়েছিল মারের সাম্প্রতিক কালের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। কিন্তু সহজেই তিন সেটে দেল পোত্রোকে উড়িয়ে শেষ ষোলোয় উঠলেন ব্রিটিশ তারকা। ৮৪ মিনিটে প্রথম সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকে ১০-৮ (৭-৬) জিতলেন মারে।

ফরাসি ওপেনের শেষ ষোলোয় উঠে মারের উচ্ছ্বাস। ছবি: গেটি ইমেজেস

ফরাসি ওপেনের শেষ ষোলোয় উঠে মারের উচ্ছ্বাস। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০৪:০৬
Share: Save:

অ্যান্ডি মারে ফের অ্যান্ডি মারের মেজাজে। রোলঁ গ্যারোজ শুরু হওয়ার আগে জল্পনা ছিল বিশ্বের এক নম্বর টেনিস তারকা কি পারবেন ক্লে-কোর্টে সাফল্যের স্বাদ পেতে?

উইম্বলডনে দাপট দেখালেও ক্লে-কোর্ট হয়ে উঠেছে মারের কাছে অপয়া এক মঞ্চ। যেখানে প্রতি বছরই তীরে এসে তরা ডুবেছে। এ বারের মারে যেন একটু আলাদা। যিনি ব্রেকের সামনে পড়েও ভয় পান না। টাইব্রেকে মাথা ঠান্ডা রাখেন। যত ম্যাচ এগোয় তত বেশি আত্মবিশ্বাস ফিরে পান।

শনিবার খুয়ান মার্টিন দেল পোত্রো ম্যাচকে ধরা হয়েছিল মারের সাম্প্রতিক কালের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। কিন্তু সহজেই তিন সেটে দেল পোত্রোকে উড়িয়ে শেষ ষোলোয় উঠলেন ব্রিটিশ তারকা। ৮৪ মিনিটে প্রথম সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকে ১০-৮ (৭-৬) জিতলেন মারে। সার্ভ হোল্ড করে সেট নেওয়ার সুযোগ থাকলেও দেল পোত্রো পারেননি। তারপর থেকে মারে ঠিক কোনও এক নম্বর র‌্যাঙ্কে থাকা তারকার মতোই খেলেন। বিধ্বংসী, অপ্রতিরোধ্য, দাপুটে। দ্বিতীয় সেটে ৭-৫ জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দখলে আনেন। তৃতীয় সেটে একটা গেমও জিততে দেননি দেল পোত্রোকে। ৬-০ জিতে শেষ ষোলোয় উঠলেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন।

মারে জিতলেও আর এক ব্রিটিশ তারকা কাইল এডমান্ডের ভাগ্যে জুটল হতাশা। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে পাঁচ সেটের লড়াইয়ে হারলেন এ়ডমান্ড। অ্যান্ডারসন জিতলেন ৭-৬, ৬-৭, ৭-৫, ১-৬, ৬-৪। ২০১৪ যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন মারিন চিলিচের দিনটাও বেশ ভাল গেল। স্পেনের ফেলিসিয়ানো লোপেজকে তিন সেটের মধ্যে ৬-১, ৬-৩, ৬-৩ হারালেন চিলিচ। অন্য দিকে ফাবিও ফোগনিনি-কে ৭-৬, ৬-০,৬-২ হারালেন স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কা।

মেয়েদের সিঙ্গলসে জয়ের ধারা বজায় রাখলেন সিমোন হালেপ। দারিয়া কাসাতকিনা-কে হারিয়ে শেষ ষোলোয় উঠলেন হালেপ। দু’সেটের মধ্যেই ৬-০,৭-৫ জিতলেন হালেপ। দুরন্ত ফর্ম ধরে রেখে সন্তুষ্ট হালেপ। ম্যাচ শেষে যিনি বলছেন, ‘‘কাসাতকিনা খুব শক্তিশালী প্রতিপক্ষ। আমার শুরুটা বেশ ভাল হয়েছিল। কিন্তু আস্তে আস্তে ছন্দে ফেরে কাসাতকিনা।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘এ বার লড়াই আরও কঠিন হয়ে উঠবে।’’

অন্য ম্যাচে আবার জয় পেলেন আলিজ কর্নেত। যিনি আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা-কে ৬-২, ৬-১ হারালেন। শেষ ষোলোয় উঠে কর্নেত বলছেন, ‘‘ক্লে-তে খেলা কঠিন। ক্লে আমার পছন্দের সার্ফেস নয়।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE