দেব পটেল। ছবির প্রধান চরিত্রে রয়েছেন তিনি। —ফাইল চিত্র।
‘চ্যালেঞ্জার্স’-এর পর এ বার ‘দ্য জার্নিম্যান’। চলতি বছরই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে টেনিস নিয়ে আরও একটি ছবি। টেনিসে ম্যাচ গড়াপেটার ঘটনাকে কেন্দ্র করে ছবি ‘দ্য জার্নিম্যান।’ প্রধান চরিত্রে রয়েছেন অভিনেতা দেব পটেল। ‘স্লামডগ মিলিয়নেয়র’ ছবিতে দাগ কেটেছিলেন তিনি।
স্লামডগ ছাড়াও ‘দ্য বেস্ট এক্সোটিক মেরিগোল্ড হোটেল’, ‘লায়ন’, ‘হোটেল মুম্বই’-এর মতো ছবিতে নজর কেড়েছেন দেব। অস্কারের দৌড়েও ছিলেন। সেই দেব এ বার এক জন টেনিস খেলোয়াড়ের ভূমিকায়। এই ক্রাইম-থ্রিলারের মূল বিষয় এক জন পেশাদার টেনিস খেলোয়াড়ের ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়া এবং সেখান থেকে আবার পরিবারের কাছে ফিরে আসা। চরিত্রটির মনে হতে থাকে, খেলার অন্ধকার জগতে আটকে পড়েছেন তিনি। আর কোনও দিন সেই দুর্নীতি ও হিংসা থেকে বেরিয়ে আসতে পারবেন না। সেখান থেকে কী ভাবে তিনি ফেরেন সেটাই দেখানো হয়েছে ছবিতে।
‘দ্য জার্নিম্যান’-এর পরিচালক তারসেম সিংহ। মূল প্রযোজক এজিসি স্টুডিয়জ়। সহ-প্রযোজক হিসাবে রয়েছেন দেবের প্রযোজনা সংস্থা মাইনর রিলম ও এলবিআই এন্টারটেনমেন্ট। স্বামী-স্ত্রী জুটি ব্রায়ান ও অ্যালেক্সিস রবার্টস লিখেছেন চিত্রনাট্য।
ছবিটি কবে মুক্তি পাবে সেই তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে, চলতি বছরের শেষে তা মুক্তি পেতে পারে। এই বছরই টেনিস নিয়ে ‘চ্যালেঞ্জার্স’ নামে আরও একটি ছবি মুক্তি পেয়েছে। সেখানে তিন জুনিয়র টেনিস খেলোয়াড়ের পেশাদার হয়ে ওঠা এবং ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া দেখানো হয়েছে। তাতে অভিনয় করেছেন জ়েনডায়া, মাইক ফেইস্ট ও জশ ও’কনর। ছবি থেকে আয় হয়েছে প্রায় ৮৫০ কোটি টাকা। এই ছবি টেনিসের বিষয়ে দর্শকদের মন টেনেছে। কিন্তু দেবের এই ছবি প্রেম নিয়ে নয়, টেনিসের অন্ধকার দিক নিয়ে।
ছবিটি নিয়ে উৎসাহী প্রযোজক সংস্থা। প্রধান প্রযোজক সংস্থা এজিসি স্টুডিয়জ়ের সিইও স্টুয়ার্ট ফোর্ড জানিয়েছেন, টেনিসের অভ্যন্তরের এমন একটি খাঁটি দিক এই ছবিতে তুলে ধরা হয়েছে যা কেউ কোনও দিন দেখেননি। তিনি বলেন, “পেশাদার টেনিসের অন্ধকার দিক এই ছবির প্রধান বিষয়। আগে বড় পর্দায় এই বিষয় নিয়ে কোনও ছবি হয়নি। ব্রায়ান ও অ্যালেক্সিস খুব ভাল চিত্রনাট্য লিখেছে। গল্পে অনেক মোড় রয়েছে। তারসেমের মতো পরিচালক তাতে নিজের শিল্পের ছোঁয়া রেখেছে। তারসেম আগেও অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছে। খেলা নিয়ে ছবি করেছে। ওর অভিজ্ঞতা এই ছবি তৈরিতে কাজে লেগেছে। এই ছবি খেলার বাইরের এমন অনেক বিষয় দেখিয়েছে যা আগে কোনও দিন দেখা যায়নি।” দেবও অভিনেতা হিসাবে নিজের ছাপ রেখেছেন বলে জানিয়েছেন স্টুয়ার্ট। তিনি বলেন, “দেবের সঙ্গে আমি অনেক দিন ধরে কাজ করতে চাইছিলাম। এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য ও নিজের সেরাটা দিয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy