Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Akshay Kumar

বক্স অফিসে ব্যর্থ একাধিক হিন্দি ছবি, আসল দায় কার? মতামত জানালেন অক্ষয়

গত বছর তাঁর একাধিক ছবি বক্স অফিসে ধুঁকেছে। তার পরেও আশাবাদী অক্ষয়। তবে প্রেক্ষাগৃহে ছবি না চলার কারণও জানালেন অভিনেতা।

image of Akshay Kumar

অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৩:৩৭
Share: Save:

গত বছর বলিউডে বক্স অফিস সফল ছবির সংখ্যা খুব বেশি নেই। গত কয়েক বছর ধরেই বক্স অফিসে ঝড় তোলা হিন্দি ছবির সংখ্যা কমেছে। বলিউডে একের পর এক ছবির ব্যর্থতা প্রসঙ্গে এ বার মুখ খুললেন অক্ষয় কুমার।

বছরে তিন থেকে চারটি ছবি অক্ষয়ের ঝুলিতে থাকে। ছবির সফল হোক বা ব্যর্থ— তিনি অভিনয় থেকে বিরতি নিতে নারাজ। চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে অক্ষয় অভিনীত ছবি ‘স্কাইফোর্স’। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় নানা প্রসঙ্গে কথা বলেছেন। প্রেক্ষাগৃহে ছবির ব্যর্থতার নেপথ্যে ওটিটি প্ল্যাটফর্মকে দায়ী করেছেন বলিউডের ‘খিলাড়ি’। অক্ষয় বলেন, ‘‘অনেককেই বলতে শুনেছি, ছবি তাঁরা পরে বাড়ি বসে ওটিটিতে দেখতে আগ্রহী। প্রেক্ষাগৃহে ছবি না চলার এটাও একটা বড় কারণ।’’

অক্ষয়ের মতে, অতিমারির সময় দর্শকের একটা বড় অংশ ওটিটিতে ছবি দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন। ফলে তাঁরা এখন আর প্রেক্ষাগৃহে বসে ছবি দেখতে চান না। অক্ষয়ের কথায়, ‘‘তাঁদের সেই অভ্যাসটাই রয়ে গিয়েছে। সেটা অস্বাকীর করার কোনও জায়গা নেই।’’

অক্ষয় তাঁর ছবির ক্ষেত্রে সব সময়েই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তা সত্ত্বেও অভিনেতার সাম্প্রতিক কিছু ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। গত বছর অভিনেতার ‘খেল খেল মে’,‘সরফিরা’ এবং ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র মতো ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। ‘সেলফি’ এবং ‘মিশন রানিগঞ্জ’ বক্স অফিসে ব্যর্থ হলেও ওটিটিতে দর্শক খুঁজে নিয়েছে। আগামী দিনে ‘জলি এলএলবি ৩’,‘হাউসফুল ৫’ এবং ‘ভূত বাংলা’ ছবিগুলি নিয়ে অক্ষয় আশাবাদী।

অন্য বিষয়গুলি:

Akshay Kumar Bollywood Actor Hindi Films Box Office hit OTT
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy