ইংল্যান্ডে ‘বর্ণবিদ্বেষী’, ‘নরখাদক’ হিসাবেই চিহ্নিত তিনি। ফুটবল মাঠ থেকে এই মুহূর্তে নির্বাসিত। সেই লুই সুয়ারেজের নতুন ফুটবল জীবন সম্ভবত শুরু হবে ‘এল ক্লাসিকো’ দিয়ে। যে ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক ঘটবে সুয়ারেজের।
ফিফার শাস্তিতে ২৫ অক্টোবর পর্যন্ত কোনও ম্যাচ খেলতে পারবেন না সুয়ারেজ। ঠিক তার এক দিন বাদেই বের্নাবাওয়ে রিয়াল-বার্সার মেগা ম্যাচ হতে চলেছে। শোনা যাচ্ছে, নিজেকে ফিট রাখতে এখন থেকেই ব্যক্তিগত ভাবে অনুশীলন করছেন সুয়ারেজ। তবে এও শোনা যাচ্ছে, টিভি সূচির জন্য ম্যাচ এক দিন এগিয়ে আসতে পারে। সেক্ষেত্রে সুয়ারেজের বার্সেলোনা অভিষেক হয়তো অন্য কোনও ম্যাচ দিয়ে হবে।
লা লিগার শুরুতে খেলতে না পারলেও, স্পেনের সঙ্গে মানিয়ে নিতে শহর ভ্রমণ করছেন সুয়ারেজ। সারা বিশ্বের কাছে উরুগুয়ে-স্ট্রাইকার ফুটবলের লজ্জা হলেও, বার্সা সমর্থকদের ‘চোখের মণি’ হয়ে উঠেছেন তিনি। তাঁর অটোগ্রাফ পেতে এখন থেকেই বাড়ির বাইরে লেগে যাচ্ছে সমর্থকদের লাইন। ‘এল পিস্তলেরোকে’ এক নজর দেখতে তাঁর বাড়ির বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকছেন বার্সা সমর্থকরা। বাইরে বেরোলেই মোবাইল ফোন নিয়ে সবার আবদারে অসংখ্য ‘সেলফি’ তুলতে হচ্ছে লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকারকে।
এক দিকে যখন বার্সেলোনা মেতে সুয়ারেজে, রিয়াল মাদ্রিদ ব্যস্ত গ্যালাকটিকোর আর এক নতুন অধ্যায় গড়তে। যেখানে রোনাল্ডো, বেলের সঙ্গে আগামী মরসুমে দেখা যাবে টনি ক্রুজ, হামেস রদ্রিগেজের মতো তরুণ তারকাদের। যাঁরা সদ্য বিশ্বকাপ মাতিয়ে এসেছেন। যে কারণে বেল বলে দিচ্ছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, লা লিগাই বিশ্বের সেরা লিগ। বলেন, “আমার মতে স্প্যানিশ লিগ সবথেকে ভাল। বিশ্বের সব সেরা ফুটবলারই লা লিগায় খেলে। প্রিমিয়ার লিগও খুব ভাল। কিন্তু লা লিগাতেই বিশ্বের সেরা ফুটবলাররা আসতে চায়।” তাঁর মতোই বিশাল অঙ্কে রদ্রিগেজও সই করেছেন রিয়ালে। যে প্রসঙ্গে বেল বলেন, “রদ্রিগেজ খুব ভাল ফুটবলার। বিশ্বকাপে নিজের প্রতিভার প্রমাণ রেখেছে ও। আশা করব রিয়ালের জার্সিতেও ভাল পারফরম্যান্স করবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy