প্যারিসের ডিজনিল্যান্ডে মিকির সঙ্গে নেইমার
ফুটবলের অন্যতম সেরা উৎসবে মাততে তৈরি গোটা বিশ্ব। তৈরি সেই যুদ্ধের জন্য যার প্রভাব ২২জন ফুটবলার আর সমর্থকদের মধ্যেই শুধু থেমে থাকে না। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের আলোড়িত করে। সেই যুদ্ধে, এল ক্লাসিকোয়, রবিবার কে এগিয়ে যাবে বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ, তার জবাব খুঁজতে সান্তিয়াগো বের্নাবাওয়ের আকাশে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে।
জিভে জল আনা সেই লড়াইয়ের মঞ্চে কে কাকে ছাপিয়ে যাবেন তার মহড়া আগেই শুরু করে দিয়েছেন দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসি। মেসি ওসাসুনার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর রোনাল্ডো শালকের বিরুদ্ধে জোড়া গোল করে জবাব দিয়েছেন। এর মধ্যেই ৪১ গোল করে চলতি মরসুমে নিজের আগুণে ফর্মের আভাস স্পষ্ট করে দিয়েছেন সিআর সেভেন। চোট আঘাতে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকা মেসি তুলনায় ৩১ গোল করলেও বের্নাবাওয়ে নামার আগে দুরন্ত ছন্দে রয়েছেন। কিন্তু এ বার শুধু মেসি আর রোনাল্ডোই নন আরও দুই তারকার টক্কর কিন্তু আলোচনার কেন্দ্রে। গ্যারেথ বেল বনাম নেইমারের লড়াই।
পাঁচ মাস আগে মরসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সা ২-১ হারিয়েছিল রিয়ালকে। এল ক্লাসিকোর অভিষেকেই বেল আহামরি কিছু করতে পারেননি। যে দামে রিয়াল তাঁকে কিনেছে তাঁর অর্ধেক পারফরম্যান্সও করতে পারেননি ‘ওয়েলস উইজার্ড’। সমর্থকদরে এমন মন্তব্যও ম্যাচের পর সহ্য করতে হয়েছে বেলকে। ঠিক উল্টো চিত্র ছিল সাওপাওলোর ‘ওয়ান্ডার কিড’কে ঘিরে। ওই ম্যাচে দুরন্ত গোল করে বার্সাকে জিততে সাহায্য করেছিলেন নেইমার।
এখন পরিস্থিতি কিন্তু অন্যরকম। অক্টোবরে বার্সার কাছে হারের পর থেকে রিয়াল এখনও পর্যন্ত অপরাজিত। বেলও এখন অনেক পরিণত। মরসুমের শুরুতে থাকা চোট সমস্যা কাটিয়ে উঠেছেন। চলতি মরসুমে রিয়ালের সেরা অস্ত্র ‘বিবিসি’ (বেল, বেঞ্জিমা ও ক্রিশ্চিয়ানো) মোট ৫২টি গোল করেছে। এর মধ্যে ওয়েলস তারকার গোল ১৪টি। গোলের পাস বাড়িয়েছেন তিনি ১৭টি। যা লা লিগার সর্বোচ্চ। জবাবে নেইমার কিছুটা নিষ্প্রভ (১২ গোল)। তা ছাড়া চুক্তি নিয়ে সমস্যার পর থেকে ব্রাজিলের বোমাকে ছন্দেই বা পাওয়া গেল কোথায়! তার উপর এই চুক্তি নিয়ে সমস্যায় বার্সার প্রেসিডেন্টের পদত্যাগ, কোচ জেরার্ডো মার্টিনোরও সরে যাওয়ার জল্পনা আর কার্লোস পুয়লের অবসর ঘোষণায় কিছুটা হলেও ব্যাকফুটে কাতালান ক্লাব।
রিয়াল আবার বার্সার থেকে চার পয়েন্টে এগিয়ে এই ম্যাচে নামবে। মরসুম শেষ হতে আর ১০ ম্যাচ বাকি। এল ক্লাসিকোতেই পরিষ্কার হয়ে যাবে লা লিগার মুকুট এ বার কার মাথায় উঠছে। রিয়াল জিতলে সাত পয়েন্টে এগিয়ে খেতাব জয় অনেকটাই নিশ্চিত করে ফেলবে। বার্সা জিতলে দু’দলের পার্থক্য দাঁড়াবে এক পয়েন্ট। তাই খেতাবের দৌড়ে টিকে থাকতে মেসিদের হারাতেই হবে রোনাল্ডোদের।
বার্সার তারকা মিডফিল্ডার ইনিয়েস্তা তো বলে দেন, “আমাদের একদম নিখুঁত খেলতে হবে। সত্যিটা হল লিগের তাজ ধরে রাখতে আমাদের বের্নাবাওয়ে জিততেই হবে।” বার্সেলোনার অন্যতম অস্ত্র সঙ্গে আরও যোগ করেন, “মাদ্রিদ এই মুহূর্তে লিগ শীর্ষে। আর ওদের টিমে সেরা ক’য়েকজন প্লেয়ার রয়েছে। কিন্তু এ রকম ম্যাচে ফর্ম সব সময় শেষ কথা বলে না।” চলতি মরসুমে বার্সাকে ছন্দ হারাতে দেখা গিয়েছে ভায়াদোলিদ আর সোসিয়েদাদের বিরুদ্ধে। রবিবার অবশ্য সে রকম কিছু যাতে না হয় সে জন্য বল দখলে রেখে নিজেদের শক্তি অনুযায়ী খেলার উপর জোর দিচ্ছেন ইনিয়েস্তা। “আমাদের বার্সার স্টাইলেই খেলতে হবে। সাহস দেখাতে হবে। না হলে ভুগব আমরাই। এই রকম ম্যাচের আগে যে আত্মবিশ্বাসটা আমরা ধরে রাখি সেটা হারালে চলবে না। খারাপ সময় আসতেই পারে কিন্তু কেউই বিশ্বাস করে না মাদ্রিদ আমাদের সহজে হারিয়ে দেবে।”
বেল আবার বার্সা ম্যাচ নিয়ে বেশ সতর্ক। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হওয়ার পরই সেটা পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। “মরসুমের এই সময়ে একটা জয় বা হার অনেক কিছু বদলে দিতে পারে। তাই জিতে যেতে হবে। বার্সেলোনা আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। বার্সায় খুব ভাল প্লেয়াররা রয়েছে। তবে আমরাও ম্যাচে ফোকাস রাখছি। আমাদের টিমেও ভাল প্লেয়ার কম নেই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy