বল করার সময় সইদ আজমলের কনুই কতটা ভাঙত? আইসিসির নিয়মে পনেরো ডিগ্রি পর্যন্ত কনুই ভাঙা যেতে পারে। কিন্তু তার উপর গেলে অ্যাকশন অবৈধ। আজমল সেখানে কুড়ি নয়, পঁচিশ বা তিরিশও নয়।
ভাঙতেন একেবারে চল্লিশ ডিগ্রি!
যে খবর বেরিয়ে যাওয়ার পর স্তম্ভিত আন্তর্জাতিক ক্রিকেটমহল। কয়েক দিন আগেই আজমলকে অবৈধ অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে পাঠিয়েছে আইসিসি। কিন্তু আজমলের কনুই ডেলিভারির সময় কতটা ভাঙত, সেটা কোথাও বলা ছিল না। বলা হয়েছিল তাঁর অ্যাকশন নিয়মবিরুদ্ধ। কনুই পনেরো ডিগ্রির বেশি ভাঙছে।
কিন্তু ব্রিসবেনে আজমলের পরীক্ষার রিপোর্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এ দিন আসার পরই জানাজানি হয়, পনেরো নয়, আজমলের কনুই নাকি কখনও চল্লিশ, কখনও বা তারও বেশি ভেঙেছে। ২২ সেপ্টেম্বর থেকে লাহৌরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাকলিন মুস্তাকের কাছে অ্যাকশন ঠিক করার ক্লাসে যাবেন আজমল। পাক বোর্ডও ঠিক করে ফেলেছে যে, আজমলের অ্যাকশন নিয়ে প্রতিবাদের রাস্তায় যাওয়ার কোনও যুক্তি নেই। বরং বেশি ঘাঁটাঘাঁটি হলে আজমলের এক বছরের নির্বাসন হয়ে যেতে পারে।
গত মাসে গলে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান টেস্টে আজমলের অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন আম্পায়াররা। তার পরই তাঁকে ব্রিসবেনে যেতে হয় অ্যাকশন সংক্রান্ত পরীক্ষা দিতে। সেখানে নাকি আট ওভার বল করতে বলা হয় আজমলকে। অফস্পিন, দুসরা সবই করে দেখাতে বলা হয়। আর একটা ডেলিভারিও নাকি আইসিসির নিয়ম মেনে পনেরো ডিগ্রির ধারেকাছে থাকেনি।
কখনও কনুই ভেঙেছে চল্লিশ। কখনও একচল্লিশ। কখনও বেয়াল্লিশ!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy