ত্বকের যত্নে বাড়িতে বানাতে পারেন এই ৮ হার্বাল টোনার
হোমমেড ফেসপ্যাকের মতো বাড়িতে বানিয়ে নিতে পারেন হার্বাল টোনারও। বানানোও যেমন সহজ, তেমনই ফ্রিজে রেখেও দিতে পারবেন বহু দিন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ১৬:২০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
ত্বকের যত্ন নিতে যতই দামি প্রডাক্ট ব্যবহার করুন না কেন ঘরোয়া উপাদানই যে ত্বকের জন্য সবচেয়ে ভাল সে কথা সব বিউটিশিয়ানরাই বলেন। হোমমেড ফেসপ্যাকের মতো বাড়িতে বানিয়ে নিতে পারেন হার্বাল টোনারও। বানানোও যেমন সহজ, তেমনই ফ্রিজে রেখেও দিতে পারবেন বহু দিন।
০২০৯
পুদিনা টোনার: দেড় কাপ ফুটন্ত জলের মধ্যে ১ কাপ পুদিনা পাতা কুচি দিয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রাখুন ৩০-৪০ মিনিট। ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। রোদে পোড়া ত্বকের জন্য এই টোনার খুব ভাল।
০৩০৯
তুলসি টোনার: তুলসি পাতা কুচি কুচি করে ছিঁড়ে ফুটন্ত জলে দিন। আঁচ বন্ধ করে চাপা দিয়ে কিছুক্ষণ ভিজতে দিন। ছোঁকে নিয়ে বোতলে ভরে ফ্রিজে রাখুন। সংবেদনশীল ত্বকের জন্য এই টোনার খুবই নিরাপদ।
০৪০৯
আদার টোনার: আদা মিহি করে বেটে নিন। এ বার আগের পদ্ধতি মেনেই টোনার তৈরি করে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন।
০৫০৯
আদা ও তুলসি টোনার: আদা বেটে নিয়ে মিহি করে কুচনো তুলসি পাতা মেশান। এ বার একই পদ্ধতিতে ভাল করে ছেঁকে টোনার তৈরি করে ফ্রিজে রেখে দিন।
০৬০৯
আদা ও পুদিনার টোনার: আদা বাটা ও মিহি করে কুচনো পুদিনা পাতা দিয়ে একই পদ্ধতিতে টোনার বানিয়ে ফ্রিজে রাখুন।
০৭০৯
নিম টোনার: নিমপাতা ছোট ছোট করে ছিঁডে আগের পদ্ধতিতেই টোনার বানিয়ে ফ্রিজে রেখে দিন। অ্যাকনের সমস্যায় এই টোনার খুব উপকারি।
০৮০৯
কর্পূর ও গোলাপ জল: ১ কাপ গোলাপ জলে ১/৩ চা চামচ কর্পূর মিশিয়ে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। ৩-৪ সপ্তাহ পর্যন্ত এই টোনার ব্যবহার করতে পারবেন।
০৯০৯
গ্রিন টি টোনার: ২ কাপ জল ফোটান। আঁচ বন্ধ করে ১-২ টি ব্যাগ বা ৪ চা চামচ গ্রিন টি দিয়ে ৩০ মিনিট চাপা দিয়ে রাখুন। ছেঁকে নিয়ে বোতলে ভরে ফ্রিজে রাখুন।