Advertisement
০২ নভেম্বর ২০২৪

গোঁফের রেখা? জেনে নিন কিছু ঘরোয়া আপার লিপ হেয়ার রিমুভার

ঠোঁটের উপর হালকা গোঁফের রেখা থাকা খুবই স্বাভাবিক। অনেক সময় চুলের বৃদ্ধি বেশি হওয়ায় মুখ দেখতে কালো লাগে। এ দিকে পার্লারে গিয়ে ওয়াক্সিং বা থ্রেডিং বেশ কষ্টকর ব্যাপার। তাই বাড়িতেই আপার লিপ হেয়ার তোলার কিছু সহজ টোটকা জেনে নিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ১১:০৪
Share: Save:

ঠোঁটের উপর হালকা গোঁফের রেখা থাকা খুবই স্বাভাবিক। অনেক সময় চুলের বৃদ্ধি বেশি হওয়ায় মুখ দেখতে কালো লাগে। এ দিকে পার্লারে গিয়ে ওয়াক্সিং বা থ্রেডিং বেশ কষ্টকর ব্যাপার। তাই বাড়িতেই আপার লিপ হেয়ার তোলার কিছু সহজ টোটকা জেনে নিন।

১। হলুদ- এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ও এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। আঙুল দিয়ে ঠোঁটের ওপর লাগান। শুকিয়ে গেলে আলতো করে ঘষে তুলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। অথবা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ও এক টেবিল চামচ জল মিশিয়ে ঠোঁটের উপর এক ঘণ্টা লাগিয়ে রাখুন। আলতো করে ঘষে তুলে ধুয়ে ফেলুন। টানা চার সপ্তাহ করুন এটা।

২। ডিমের সাদা অংশ- একটা ডিমের সাদা অংশের সঙ্গে কর্ন ফ্লাওয়ার ও চিনি মিশিয়ে নিন। এই পেস্ট আপার লিপে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে পিল অফ করে নিন। টানা এক মাস সপ্তাহে দু’দিন এটা করলে সুফল পাবেন।

৩। বেসন- জল, হলুদ গুঁড়ো ও বেসন একসঙ্গে মিশিয়ে নিন। সঙ্গে একটু ফ্রেশ ক্রিম মিশিয়ে নিন। আপার লিপে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে স্ক্রাব করে তুলে ফেলুন।

৪। চিনি- একটা ফ্রাইং প্যানে চিনি নিন। এক মিনিট গরম করে নিন। এর সঙ্গে লেবুর রস মেশান। ঠান্ডা হলে আপার লিপে লাগান। এক টুকরো পরিষ্কার কাপড় নিয়ে এ বার আস্তে আস্তে সার্কুলার মোশনে মাসাজ করুন। জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫। ময়দা- একটা বাটিতে দুধ, হলুদ ও ময়দা মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করে ঠোঁটের উপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে তুলে ফেলুন।

এই সংক্রান্ত আরও খবর...

• শুধু খেতে নয়, মাখতেও ভাল চিনি, ত্বকের যত্ন নেবে চিনি

অন্য বিষয়গুলি:

MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE