Advertisement
০২ নভেম্বর ২০২৪
Accident

নয়ডায় পথচারী মহিলাকে ধাক্কা বেপরোয়া এসইউভির, চাকায় হিঁচড়ে নিয়ে গেল কিছু দূর, মৃত‍্যু ঘটনাস্থলেই

ঘটনার পরেই গাড়ি রেখে এলাকা থেকে পালায় অভিযুক্ত কিশোর। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

A 17 years old loses control of speeding car, hit a Woman

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ২৩:০৭
Share: Save:

ট্র্যাক্টরকে ওভারটেক করতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী মহিলাকে সজোরে ধাক্কা মারে একটি এসইউভি। তার পর গাড়ি না থামিয়ে মহিলাকে টেনে কয়েক মিটার নিয়ে গেল গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার বিশরাখ এলাকায়। সম্প্রতি ঘটনার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ভিডিয়োটি বুধবার সকালের। তাতে দেখা যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। আচমকাই একটি দ্রুত গতির এসইউভি চলে আসে। সামনে থাকা ট্র্যাক্টরকে ওভারটেক করে এগোতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সজোরে গিয়ে ওই মহিলাকে ধাক্কা মারে গাড়িটি। তার পর তাঁকে চাকায় করে হিঁচড়ে কিছু দূর নিয়ে গিয়ে একটি স্তম্ভে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে সেটি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরই গাড়ি রেখে এলাকা থেকে পালায় অভিযুক্ত কিশোর। মৃত মহিলার নাম শিল্পী। উত্তরপ্রদেশের জাতপুরা গ্রামের বাসিন্দা তিনি। কর্মসূত্রে থাকতেন গ্রেটার নয়ডায়। নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী। রোজকার মতো বুধবারও কাজে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথেই দুর্ঘটনায় প্রাণ হারালেন। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়ির নম্বর এবং অন্যান্য নথি ঘেঁটে কিশোরের সন্ধান পান তদন্তকারীরা। শুক্রবার তাকে গ্রেফতার করেন তাঁরা।

অন্য বিষয়গুলি:

Accident SUV Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE