Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Women News

বেকন র‌্যাপড চিকেন

অনেক বছর পর বেশ জাঁকিয়ে শীত পড়েছে। বেড়াতে বেরিয়ে, খেয়ে নানা ভাবে মরসুম উপভোগ করার সময়। নতুন কিছু মুখরোচক রেসিপি শিখে নেওয়ার ও চেখে দেখার সময় এখন। আজ শিখে নিন বেকর র‌্যাপড চিকেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ০৯:৪৩
Share: Save:

অনেক বছর পর বেশ জাঁকিয়ে শীত পড়েছে। বেড়াতে বেরিয়ে, খেয়ে নানা ভাবে মরসুম উপভোগ করার সময়। নতুন কিছু মুখরোচক রেসিপি শিখে নেওয়ার ও চেখে দেখার সময় এখন। আজ শিখে নিন বেকর র‌্যাপড চিকেন।

কী কী লাগবে

বোনলেস চিকেন: ৫০০ গ্রাম (লম্বা স্ট্রিপে কাটা)

বেকন: ১০ স্ট্রিপ

নুন: ১/২-১ চা চামচ

প্যাপরিকা: ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ

পেঁয়াজ বাটা: ১ চা চামচ

ইতালিয়ান সিজনিং: ১/২ চা চামচ

রসুন গুঁড়ো: ১ চা চামচ

ব্রাউন সুগার: ২/৩ কাপ

লঙ্কা গুঁড়ো: ২ টেবল চামচ

কী ভাবে বানাবেন

ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। নুন, প্যাপরিকা, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা, ইটালিয়ান সিজনিং ও রসুন গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। চিকেনের গায়ে মশলা ভাল ভাবে মাখিয়ে নিন। দুটো করে বেকন র‌্যাপ দিয়ে একেকটা চিকেন মুড়ে নিয়ে র‌্যাপের গায়ে ব্রাউন সুগার ও লঙ্কা গুঁড়ো লাগিয়ে নিন। গ্রিজ করা গ্রিল প্যানে বেকন র‌্যাপড চিকেন রেখে ২৫-৩০ মিনিট বেক করুন যতক্ষণ না চিকেন ভাল ভাবে সিদ্ধ হচ্ছে ও বেকন মুচমুচে হচ্ছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE