Cooking Guide: How To Make Bengali Badhakopir Tarkari dgtl
সরস্বতী পুজোর রেসিপি: নিরামিষ বাঁধাকপির তরকারি
সরস্বতী পুজো এসে গেল। আর বাঙালির পুজো মানেই খিচুড়ি। অন্য সব পুজোয় খিচুড়ির সঙ্গে লাবড়া খেলেও সরস্বতী পুজো মানেই বাঁধাকপির মরসুম।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ১১:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
সরস্বতী পুজো এসে গেল। আর বাঙালির পুজো মানেই খিচুড়ি। অন্য সব পুজোয় খিচুড়ির সঙ্গে লাবড়া খেলেও সরস্বতী পুজো মানেই বাঁধাকপির মরসুম। খিচুড়ির সঙ্গে তাই চাই বাঁধাকপির তরকারি। শিখে নিন রেসিপি। ছবি সৌজন্যে: পৌলমী মল্লিক কুণ্ডু।
০২০৮
উপকরণ: ২৫০-৩০০ গ্রাম বাঁধাকপি মিহি করে কুচনো, ১টা মাঝারি সাইজের টোম্যাটো কুচি, কাঁচা লঙ্কা: ২টো, আধ ইঞ্চি আদা কুচনো, ১টা তেজপাতা, ১ চা চামচ জিরে, ১টা মাঝারি সাইজের আলু ডুমো করে কাটা, আধ কাপ কড়াইশুটি, আধ চামচ গরম মশলা গুঁড়ো, নুন, ১ টেবল চামচ তেল।
০৩০৮
কড়াইতে তেল গরম করে গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিন। জিরে ফাটতে শুরু করলে টোম্যাটো কুচি দিন। নুন দিয়ে ৩-৪ মিনিট নাড়তে থাকুন যতক্ষণ না টোম্যাটো নরম হয়ে তেল ছাড়ছে।
০৪০৮
টোম্যাটোর কাঁচা গন্ধ চলে গেলে আদা বাটা দিন। একটু নেড়েচেড়ে নিয়ে ডুমো করে কাটা আলু দিয়ে ১/৪ কাপ জল দিয়ে আলু ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিন।