যদি আপনাকে প্রশ্ন করা হত, দেশের সবচেয়ে সুন্দরী কে? নিশ্চিতভাবে কেউ বলতেন ঐশ্বর্যা রাইয়ের নাম, কেউ ঝুঁকতেন অ্যাঞ্জেলিনা জোলির দিকে, কেউ বা মনিকা বেলুচ্চিকে এগিয়ে রাখতেন। কিন্তু অনলাইন গেমরারদের চোখে কিন্তু এঁরা কেউই নিজেদের জায়গা তৈরি করতে পারলেন না। গেমারদের তালিকায় রইলেন কারা?জেনে নিন গ্যালারির পাতা থেকে।