নতুন বছরের শুরুতে এ বার রিলায়্যান্স বনাম আদানি গোষ্ঠী। মুকেশ অম্বানীকে খোলা চ্যালেঞ্জ দিলেন গৌতম আদানি। কারণ, পেট্রোরসায়নের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। দীর্ঘদিন ধরেই এই ক্ষেত্রে একচ্ছত্র দখলদারি রয়েছে মুকেশের সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের। কিন্তু আগামী দিনে গৌতম আদানি যে তাঁদের জোর টক্কর দেবেন, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই এর প্রভাব শেয়ার বাজারে পড়তে শুরু করেছে।