প্রবল তুষারঝ়ড়ে বিপর্যস্ত পূর্ব ও মধ্য আমেরিকা। হাড়কাঁপানো ঠান্ডা, তুষারপাতের দাপটে বেসামাল জনজীবন। বিগত এক দশকের মধ্যে প্রকৃতির এমন ভয়াবহ রূপ দেখেনি আমেরিকাবাসী। ইতিমধ্যেই ‘স্টর্ম ব্লেয়ার’ নামের ভয়ঙ্কর তুষারঝড়ের বলি হয়েছেন আমেরিকার পাঁচ নাগরিক। প্রতি বছর শীতের মরসুমের শুরুতে বরফে ঢেকে যায় এই দেশের পূর্বাঞ্চলের বহু প্রদেশ।