দেশের বাজার মাত করতে আসছে রেডমি নোট ৬ প্রো। চিনের সংস্থা শাওমি জানিয়েছে, তাদের নিজস্ব ওয়েবসাইট ফ্লিপকার্টে মিলবে এটি। ২৩ নভেম্বর থেকে শুরু হবে বিক্রি।
৬৪ জিবি স্টোরেজ মডেলের দুটি ধরনে থাকছে ৪ জিবি-৬ জিবি র্যাম।
৬.২৬ ইঞ্চির ফুল এইচডি মডেলে (১০৮০x২২৮০ পিক্সেল ডিসপ্লে) আইপিএস এলসিডি প্যানেলে ৮৬ শতাংশ ‘স্ক্রিন টু বডি’ অনুপাত রয়েছে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬-প্রসেসর রয়েছে এই হ্যান্ডসেটে। হ্যান্ডসেটের ওজন মোটামুটি ১৮২ গ্রামের কাছাকাছি।
২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে এই মোবাইল।
রেডমি নোট প্রো ৬ ডুয়াল রিয়ার ক্যামেরাতে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সরও রয়েছে এতে।
সামনের ক্যামেরায় ২০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। ফেস আনলক সিস্টেমও রয়েছে এতে।
৪০০০ এমএএইচ লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি রয়েছে। রয়েছে রিয়্যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হল এফেক্ট সেন্সর, ডিসট্যান্স সেন্সর।
এর আগে সেপ্টেম্বরে তাইল্যান্ডে এটি লঞ্চ হয়েছে। সেখানে এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা। মনে করা হচ্ছে ভারতে এর দাম হতে পারে ১৫-২০ হাজারের মধ্যে।
Or
Re-send email
Cancel
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy