Samsung starts 512 GB memory chips production for next generation smartphones dgtl
Science News
এ বার থেকে স্যামসংয়ের ফোনে লাগানো যাবে দ্রুতগতির ৫১২ জিবি মেমরি কার্ড!
আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে প্রযুক্তি। ৫১২ এমবি, ১ জিবি, ২ জিবি-র মেমরি কার্ডের দিন এখন অতীত। এমনকী ১২৮ জিবি থেকে ২৫৬ জিবিকেও ‘গুড বাই’ বলার দিন এসে গেল। স্যামসাংয়ের নতুন মেমরি কার্ড বাজারে এলে এমনটাই হতে চলেছে বলে ধারণা বহু বিশেষজ্ঞের।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ১১:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে প্রযুক্তি। ৫১২ এমবি, ১ জিবি, ২ জিবি-র মেমরি কার্ডের দিন এখন অতীত। এমনকী ১২৮ জিবি থেকে ২৫৬ জিবিকেও ‘গুড বাই’ বলার দিন এসে গেল। স্যামসাংয়ের নতুন মেমরি কার্ড বাজারে এলে এমনটাই হতে চলেছে বলে ধারণা বহু বিশেষজ্ঞের।
০২০৯
পরবর্তী প্রজন্মের ফোনের জন্য নতুন মেমরি কার্ড তৈরি শুরু করল স্যামসাং।
০৩০৯
এই মেমরি কার্ডে ৫১২ জিবি ডেটা রাখা যাবে।
০৪০৯
স্যামসাংয়ের পরবর্তী ফোনগুলিতে এক্সটারনাল মেমরি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে।
০৫০৯
এর আগে পর্যন্ত স্যামসাংয়ের ফোনে এক্সটারনাল মেমরি ১২৮ জিবি বা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা পাওয়া যেত।
০৬০৯
সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এই মেমরি কার্ডটিতে থাকবে ৬৪টি লেয়ার বা স্তর। এটি একটি ৫১২ জিবি ভি-ন্যান্ড চিপ।
০৭০৯
২৫৬ জিবির দ্বিগুণ ডেটা সংরক্ষণ করতে পারলেও আকার ও আয়তনে তা হবে সাধারণ মেমরি কার্ডগুলির মতোই।
০৮০৯
এই কার্ডে অন্তত ১৩০টি ১০ মিনিটের ৪ হাজার আল্ট্রা এইচডি ভিডিও রাখা যাবে। রাখা যাবে৮ হাজার রেকর্ডিংও।
০৯০৯
স্যামসাংয়ের দাবি, এখনকার সাধারণ এসডি কার্ডের চেয়ে প্রায় ৮ গুন দ্রুত ডেটা ট্রান্সফার হবে এই কার্ডে। এতে সেকেন্ডে ৮৬০ মেগাবাইট ডেটা রিড করা যাবে।