Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Science News

এ বার থেকে স্যামসংয়ের ফোনে লাগানো যাবে দ্রুতগতির ৫১২ জিবি মেমরি কার্ড!

আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে প্রযুক্তি। ৫১২ এমবি, ১ জিবি, ২ জিবি-র মেমরি কার্ডের দিন এখন অতীত। এমনকী ১২৮ জিবি থেকে ২৫৬ জিবিকেও ‘গুড বাই’ বলার দিন এসে গেল। স্যামসাংয়ের নতুন মেমরি কার্ড বাজারে এলে এমনটাই হতে চলেছে বলে ধারণা বহু বিশেষজ্ঞের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ১১:৩৮
Share: Save:
০১ ০৯
আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে প্রযুক্তি। ৫১২ এমবি, ১ জিবি, ২ জিবি-র মেমরি কার্ডের দিন এখন অতীত। এমনকী ১২৮ জিবি থেকে ২৫৬ জিবিকেও ‘গুড বাই’ বলার দিন এসে গেল। স্যামসাংয়ের নতুন মেমরি কার্ড বাজারে এলে এমনটাই হতে চলেছে বলে ধারণা বহু বিশেষজ্ঞের।

আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে প্রযুক্তি। ৫১২ এমবি, ১ জিবি, ২ জিবি-র মেমরি কার্ডের দিন এখন অতীত। এমনকী ১২৮ জিবি থেকে ২৫৬ জিবিকেও ‘গুড বাই’ বলার দিন এসে গেল। স্যামসাংয়ের নতুন মেমরি কার্ড বাজারে এলে এমনটাই হতে চলেছে বলে ধারণা বহু বিশেষজ্ঞের।

০২ ০৯
পরবর্তী প্রজন্মের ফোনের জন্য নতুন মেমরি কার্ড তৈরি শুরু করল স্যামসাং।

পরবর্তী প্রজন্মের ফোনের জন্য নতুন মেমরি কার্ড তৈরি শুরু করল স্যামসাং।

০৩ ০৯
এই মেমরি কার্ডে ৫১২ জিবি ডেটা রাখা যাবে।

এই মেমরি কার্ডে ৫১২ জিবি ডেটা রাখা যাবে।

০৪ ০৯
স্যামসাংয়ের পরবর্তী ফোনগুলিতে এক্সটারনাল মেমরি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে।

স্যামসাংয়ের পরবর্তী ফোনগুলিতে এক্সটারনাল মেমরি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে।

০৫ ০৯
এর আগে পর্যন্ত স্যামসাংয়ের ফোনে এক্সটারনাল মেমরি ১২৮ জিবি বা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা পাওয়া যেত।

এর আগে পর্যন্ত স্যামসাংয়ের ফোনে এক্সটারনাল মেমরি ১২৮ জিবি বা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা পাওয়া যেত।

০৬ ০৯
সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এই মেমরি কার্ডটিতে থাকবে ৬৪টি লেয়ার বা স্তর। এটি একটি ৫১২ জিবি ভি-ন্যান্ড চিপ।

সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এই মেমরি কার্ডটিতে থাকবে ৬৪টি লেয়ার বা স্তর। এটি একটি ৫১২ জিবি ভি-ন্যান্ড চিপ।

০৭ ০৯
২৫৬ জিবির দ্বিগুণ ডেটা সংরক্ষণ করতে পারলেও আকার ও আয়তনে তা হবে সাধারণ মেমরি কার্ডগুলির মতোই।

২৫৬ জিবির দ্বিগুণ ডেটা সংরক্ষণ করতে পারলেও আকার ও আয়তনে তা হবে সাধারণ মেমরি কার্ডগুলির মতোই।

০৮ ০৯
এই কার্ডে অন্তত ১৩০টি ১০ মিনিটের ৪ হাজার আল্ট্রা এইচডি ভিডিও রাখা যাবে। রাখা যাবে৮ হাজার রেকর্ডিংও।

এই কার্ডে অন্তত ১৩০টি ১০ মিনিটের ৪ হাজার আল্ট্রা এইচডি ভিডিও রাখা যাবে। রাখা যাবে৮ হাজার রেকর্ডিংও।

০৯ ০৯
স্যামসাংয়ের দাবি, এখনকার সাধারণ এসডি কার্ডের চেয়ে প্রায় ৮ গুন দ্রুত ডেটা ট্রান্সফার হবে এই কার্ডে। এতে সেকেন্ডে ৮৬০ মেগাবাইট ডেটা রিড করা যাবে।

স্যামসাংয়ের দাবি, এখনকার সাধারণ এসডি কার্ডের চেয়ে প্রায় ৮ গুন দ্রুত ডেটা ট্রান্সফার হবে এই কার্ডে। এতে সেকেন্ডে ৮৬০ মেগাবাইট ডেটা রিড করা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE