চলতি মাসেই ভারতের বাজারে লঞ্চ করবে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের দু’টি ফোন, এম ১০ এবং এম ২০। মধ্যবিত্তের বাজেটের মধ্যেই ওই মোবাইল দু’টির দাম থাকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এম ২০ সঙ্গে তুলনায় চলে আসছে শাওমি এবং নোকিয়ার দুটি মডেলের। দেখে নেওয়া যাক, শাওমির নোট ৬ প্রো এবং নোকিয়ার ৬.১ প্লাস এম২০-এর মধ্যে তুলনায় কে, কোথায় এগিয়ে।