Advertisement
০২ নভেম্বর ২০২৪
Science News

অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ভালভেই জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন পুরুষরা

সন্তানের জন্ম নিয়ন্ত্রণ করতে আর ভ্যাসেকটমির প্রয়োজন হবে না। ছোট একটি ভালভই ভ্যাসাকটমির কাজ করবে। সম্প্রতি একটি জার্মান সংস্থা পুরুষদের জন্য এমনই কনট্রাসেপটিভ আনল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ১৭:৩৭
Share: Save:

সন্তানের জন্ম নিয়ন্ত্রণ করতে আর ভ্যাসেকটমির প্রয়োজন হবে না। ছোট একটি ভালভই ভ্যাসাকটমির কাজ করবে। সম্প্রতি একটি জার্মান সংস্থা পুরুষদের জন্য এমনই কনট্রাসেপটিভ আনল।

সংস্থার তরফে জানান হয়েছে, এই ভালভটি স্পার্মের গতি নিয়ন্ত্রণ করবে। এক ইঞ্চির থেকেও ছোট নতুন এই ভালভটির নাম বিমেক এসএলভি। ওজনে ১ আউন্সেরও কম এই ভালভের দৈর্ঘ্য মাত্র ১.৮ সেন্টিমিটার। মাত্র ৩০ মিনিটেই পুরুষাঙ্গের মধ্যে প্রতিস্থাপন করা যাবে এটি। এবং এটি কাজ করবে একেবারে ভ্যাসাকটমির মতোই।

আরও পড়ুন: অসাধারণ অনুভূতিপ্রবণ ‘প্রেমিক’ ছিল টিরানোসরাস রেক্স, বলছেন বিজ্ঞানীরা

ভ্যাসকটমির থেকে কোথায় আলাদা এই ভালভ?

ভালভের মধ্যেই থাকবে অফ-অন সুইচও। অন্ডকোষের চামড়ার মধ্যে এই ভালভটি লাগানো থাকবে। প্রয়োজনে ভালভের ‘সুইচ অফ’ করে দেওয়া যাবে। ‘সুইচ অফ’ করলেই নিয়ন্ত্রিত হবে স্পার্মের ফ্লো। আবার সন্তানের জন্ম দিতে চাইলে ‘অন’ করে দিতে হবে ভালভে থাকা সুইচটি। এতে আবার স্বাভাবিক হবে স্পার্মের ফ্লো।

বিমেক এসএলভি— নতুন এই ভালবই পুরুষদের জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করবে

প্রফেশনাল অ্যাসোসিয়েশন অব জার্মান ইরোলজিস্টের মুখপাত্র উলগ্যাঙ্গ বুমান জানান, ভ্যাসাকটমির ক্ষেত্রে শুক্রাণু পরিবহণের নালিপথটিই কেটে দেওয়া হয়। কিন্তু এ ক্ষেত্রে স্পার্মাটিক ডাক্টের মধ্যে এই ভালভটি বসানো হবে। বিমেক এসএলভি-এর ‘সুইচ অফ-অন’ করলে তা স্পার্মের গতি নিয়ন্ত্রণ করবে। বুমান জানাচ্ছেন, ভ্যাসাকটমির মতো স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি নয় এটি। পুরো ব্যাপারটাই ঐচ্ছিক।

অন্য বিষয়গুলি:

Vasectomy Valve Sperm Birth Control Germany
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE