Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ফাইল, গোপন নথি কম্পিউটার থেকে স্থায়ী ভাবে ডিলিট করুন এই ভাবে

ভাবছেন তো, ‘ডিলিট’ অপশনে ক্লিক করলেই তা সম্ভব। একেবারেই নয়। তা হলে কী করবেন? দেখে নিন সহজ কিছু পদ্ধতি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ১০:৫৩
Share: Save:
০১ ০৯
ধরুন, আপনার কম্পিউটারের কোনও ড্রাইভে ‘প্যারিস’ বলে কোনও ফাইল সেভ করা আছে। সাধারণ ভাবে ‘ডিলিট’ অপশনে ক্লিক করলে ফাইলটি ‘রিসাইকেল বিন’-এ চলে যাবে এবং ফাইলের লিঙ্ক মুছে যাবে। কিন্তু কম্পিউটার মেমরিতে ফাইলের অস্তিত্ব থেকে যাবে।

ধরুন, আপনার কম্পিউটারের কোনও ড্রাইভে ‘প্যারিস’ বলে কোনও ফাইল সেভ করা আছে। সাধারণ ভাবে ‘ডিলিট’ অপশনে ক্লিক করলে ফাইলটি ‘রিসাইকেল বিন’-এ চলে যাবে এবং ফাইলের লিঙ্ক মুছে যাবে। কিন্তু কম্পিউটার মেমরিতে ফাইলের অস্তিত্ব থেকে যাবে।

০২ ০৯
বাজারে অনেক ডেটা রিকভারি সফটওয়্যার পাওয়া যায়, যেগুলি দিয়ে সহজেই ওই ডিলিট করা ফাইল পুনরুদ্ধার করা সম্ভব।

বাজারে অনেক ডেটা রিকভারি সফটওয়্যার পাওয়া যায়, যেগুলি দিয়ে সহজেই ওই ডিলিট করা ফাইল পুনরুদ্ধার করা সম্ভব।

০৩ ০৯
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ‘রিসাইকেল বিন’ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ‘ট্র্যাস ক্যান’ রয়েছে যেখানে ডিলিট করা ফাইলগুলো দেখা যায়। ‘রিসাইকেল বিন’ বা ‘ট্র্যাস ক্যান’-এ গিয়ে ডিলিট করা ফাইলের উপর রাইট ক্লিক করলেই ‘রিস্টোর’ অপশন দেবে। সেখান থেকে সহজেই ফাইল পুনরুদ্ধার করা সম্ভব।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ‘রিসাইকেল বিন’ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ‘ট্র্যাস ক্যান’ রয়েছে যেখানে ডিলিট করা ফাইলগুলো দেখা যায়। ‘রিসাইকেল বিন’ বা ‘ট্র্যাস ক্যান’-এ গিয়ে ডিলিট করা ফাইলের উপর রাইট ক্লিক করলেই ‘রিস্টোর’ অপশন দেবে। সেখান থেকে সহজেই ফাইল পুনরুদ্ধার করা সম্ভব।

০৪ ০৯
তা হলে কী করবেন? রয়েছে তিনটি পদ্ধতি। ‘লেভেল ১’: আপনার কম্পিউটারের ‘রিসাইকেল বিন’-এ বিনে গিয়ে রাইট ক্লিক করুন। ‘এম্পটি রিসাইকেল বিন’ বলে একটা অপশন দেবে। সেখানে ক্লিক করলেই সেভ হওয়া ডিলিটেড ফাইলগুলো মুছে যাবে।

তা হলে কী করবেন? রয়েছে তিনটি পদ্ধতি। ‘লেভেল ১’: আপনার কম্পিউটারের ‘রিসাইকেল বিন’-এ বিনে গিয়ে রাইট ক্লিক করুন। ‘এম্পটি রিসাইকেল বিন’ বলে একটা অপশন দেবে। সেখানে ক্লিক করলেই সেভ হওয়া ডিলিটেড ফাইলগুলো মুছে যাবে।

০৫ ০৯
আপনি চান না আপনার কোনও ফাইল বা ডেটা ‘রিসাইকেল বিন’ বা ‘ট্র্যাস ক্যান’-এ সেভ হোক। কী করবেন? যে ফাইলটি ডিলিট করতে চাইছেন তার উপর ক্লিক করুন। এ বার, উইন্ডোজের ক্ষেত্রে ‘সিফ্ট+ডিলিট’ এবং ম্যাকের ক্ষেত্রে ‘কম্যান্ড+ডিলিট’ ‘কি’ প্রেস করলেই ফাইলটি একেবারে ডিলিট হয়ে যাবে।

আপনি চান না আপনার কোনও ফাইল বা ডেটা ‘রিসাইকেল বিন’ বা ‘ট্র্যাস ক্যান’-এ সেভ হোক। কী করবেন? যে ফাইলটি ডিলিট করতে চাইছেন তার উপর ক্লিক করুন। এ বার, উইন্ডোজের ক্ষেত্রে ‘সিফ্ট+ডিলিট’ এবং ম্যাকের ক্ষেত্রে ‘কম্যান্ড+ডিলিট’ ‘কি’ প্রেস করলেই ফাইলটি একেবারে ডিলিট হয়ে যাবে।

০৬ ০৯
আপনি চান না আপনার কোনও ফাইল বা ডেটা ‘রিসাইকেল বিন’ বা ‘ট্র্যাস ক্যান’-এ সেভ হোক। কী করবেন? যে ফাইলটি ডিলিট করতে চাইছেন তার উপর ক্লিক করুন। এ বার, উইন্ডোজের ক্ষেত্রে ‘সিফ্ট+ডিলিট’ এবং ম্যাকের ক্ষেত্রে ‘কম্যান্ড+ডিলিট’ ‘কি’ প্রেস করলেই ফাইলটি একেবারে ডিলিট হয়ে যাবে।

আপনি চান না আপনার কোনও ফাইল বা ডেটা ‘রিসাইকেল বিন’ বা ‘ট্র্যাস ক্যান’-এ সেভ হোক। কী করবেন? যে ফাইলটি ডিলিট করতে চাইছেন তার উপর ক্লিক করুন। এ বার, উইন্ডোজের ক্ষেত্রে ‘সিফ্ট+ডিলিট’ এবং ম্যাকের ক্ষেত্রে ‘কম্যান্ড+ডিলিট’ ‘কি’ প্রেস করলেই ফাইলটি একেবারে ডিলিট হয়ে যাবে।

০৭ ০৯
আপনি চান না আপনার কোনও ফাইল বা ডেটা ‘রিসাইকেল বিন’ বা ‘ট্র্যাস ক্যান’-এ সেভ হোক। কী করবেন? যে ফাইলটি ডিলিট করতে চাইছেন তার উপর ক্লিক করুন। এ বার, উইন্ডোজের ক্ষেত্রে ‘সিফ্ট+ডিলিট’ এবং ম্যাকের ক্ষেত্রে ‘কম্যান্ড+ডিলিট’ ‘কি’ প্রেস করলেই ফাইলটি একেবারে ডিলিট হয়ে যাবে।

আপনি চান না আপনার কোনও ফাইল বা ডেটা ‘রিসাইকেল বিন’ বা ‘ট্র্যাস ক্যান’-এ সেভ হোক। কী করবেন? যে ফাইলটি ডিলিট করতে চাইছেন তার উপর ক্লিক করুন। এ বার, উইন্ডোজের ক্ষেত্রে ‘সিফ্ট+ডিলিট’ এবং ম্যাকের ক্ষেত্রে ‘কম্যান্ড+ডিলিট’ ‘কি’ প্রেস করলেই ফাইলটি একেবারে ডিলিট হয়ে যাবে।

০৮ ০৯
ম্যাকের ক্ষেত্রে ‘কম্যান্ড বাটন’-এ প্রেস করে রেখে ‘ট্র্যাস ক্যান’-এ রাইট ক্লিক করুন। ‘সিকিউরিটি এম্পটি ট্র্যাস’ অপশন দেবে। সেখানে ক্লিক করলেই যে ফাইলটি ডিলিট করতে চাইছেন সেটি ড্রাইভ থেকে পুরোপুরি ডিলিট হয়ে যাবে।

ম্যাকের ক্ষেত্রে ‘কম্যান্ড বাটন’-এ প্রেস করে রেখে ‘ট্র্যাস ক্যান’-এ রাইট ক্লিক করুন। ‘সিকিউরিটি এম্পটি ট্র্যাস’ অপশন দেবে। সেখানে ক্লিক করলেই যে ফাইলটি ডিলিট করতে চাইছেন সেটি ড্রাইভ থেকে পুরোপুরি ডিলিট হয়ে যাবে।

০৯ ০৯
‘লেভেল ২’ পদ্ধতিতে ডিলিটেড ফাইলও অনেক সময় অ্যাডভান্সড-গ্রেড ডেটা রিকভারি সফটওয়্যার দিয়ে পুনরুদ্ধার করা সম্ভব। তা হলে কী করবেন? রয়েছে ‘লেভেল ৩’:  আপনার হার্ড ড্রাইভ ‘ড্রিল’ করুন। ড্রাইভটি নষ্ট হয়ে যাবে আর আপনার ফাইলও চিরতরে মুছে যাবে।

‘লেভেল ২’ পদ্ধতিতে ডিলিটেড ফাইলও অনেক সময় অ্যাডভান্সড-গ্রেড ডেটা রিকভারি সফটওয়্যার দিয়ে পুনরুদ্ধার করা সম্ভব। তা হলে কী করবেন? রয়েছে ‘লেভেল ৩’: আপনার হার্ড ড্রাইভ ‘ড্রিল’ করুন। ড্রাইভটি নষ্ট হয়ে যাবে আর আপনার ফাইলও চিরতরে মুছে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE