Holi 2019: Have a look at the smartphones which are safe or may be unsafe in India during Holi dgtl
Holi 2019
আইফোন, স্যামস্যাং, শাওমি, কোন স্মার্টফোন ‘হোলি সেফ’, কোনগুলিতে রঙ লাগলেই নষ্ট হতে পারে জানেন?
দোল। হোলি। রঙের উৎসব। রঙ মেখে সেলফি বা ‘গ্রুপফি’-ও দেওয়া চাই। কিন্তু রঙ বা আবির লেগে নষ্ট হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১২:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
দোল। হোলি। রঙের উৎসব। রঙ মেখে সেলফি বা ‘গ্রুপফি’-ও দেওয়া চাই। কিন্তু রঙ বা আবির লেগে নষ্ট হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন, সেগুলি কোন কোন ফোনে প্রযোজ্য? আবার কিছু স্মার্টফোন একেবারেই ক্ষতিগ্রস্ত হবে না, সেগুলির সম্পর্কেও জেনে নেওয়া যাক।
০২১৩
স্মার্টফোনের ক্ষেত্রে আইপি৬৭ ও আইপি৬৮ রেটিং রয়েছে। এগুলি আন্তর্জাতিক মানের। আইপি৬৮ রেটিং থাকলে তা ধুলো বা আবির থেকে ফোনকে বাঁচাবে, আবির-ধুলো লাগলেও ক্ষতি হবে না। ১.৫ মিটার গভীর জলে ডুবে গেলেও ৩০ মিনিট পর্যন্ত কাজ করবে এটি।
০৩১৩
আইপি৬৭ রেটিং হলে এক মিটার জলে আধ ঘণ্টা থাকলেও ক্ষতি হবে ফোনের। তবে সব ফোনে তো এই ব্যবস্থা নেই। অ্যাপলের আইফোন এসএক্স, আইফোন এসএক্স ম্যাক্স যেমন ২ মিটার গভীরতার জলে ৩০ মিনিট পর্যন্ত থাকলেও ক্ষতি হবে না।
অ্যাপলের নতুন আইফোন অর্থাৎ আইফোন এক্সআরের ক্ষেত্রেও তাই। কারণ এটিরও আইপি ৬৮ রেটিং রয়েছে। আইপি৬৭ রেটিংযুক্ত আইফোন এক্স, আইফোন ৮, আইফোন ৮ প্লাসও ‘হোলি সেফ’।
০৬১৩
স্যামসাং গ্যালাক্সি এস ১০, স্যামসাং গ্যালাক্সি এস ১০ প্লাসও রঙ খেলার সময় একটু আবির বা রঙে ক্ষতিগ্রস্ত হবে না। স্যামসাং গ্যালাক্সি এস ১০ই-র ক্ষেত্রেও রয়েছে ‘ডাস্ট প্রুফ’, ‘ওয়াটার রেজিট্যান্ট’ আইপি৬৮ রেটিং।
০৭১৩
স্যামসাং গ্যালাক্সি নোট ৯, স্যামসাং গ্যালাক্সি এস ৯, স্যামসাং গ্যালাক্সি এস ৮, স্যামসাং গ্যালাক্সি এস৮ প্লাস, হুয়াউয়েই পি-২০ প্রো, হুয়াউয়েই মেট ২০ প্রো, নোকিয়া ৮ সিরোকো দোলের দিন রঙ খেলার সময় কাছে রাখলে অসুবিধা নেই।
০৮১৩
গুগল পিক্সেল ৩, পিক্সেল ৩ এক্স এলেও আইপি৬৮ রেটিং রয়েছে। তাই এটিও অনেকক্ষণ পর্যন্ত ‘ডাস্ট প্রুফ’, ‘ওয়াটার রেজিট্যান্ট।’ এলজি ভি ৪০ থিন কিউও ‘হোলি সেফ’।
০৯১৩
সোনি এক্সপেরিয়া এক্সজেড ২, গুগল পিক্সেল ২ এক্সএল দোলের দিন সঙ্গে থাকলে অসুবিধা নেই। তবে বিপদ রয়েছে শাওমি ফোনে। ভারতের কোনও শাওমি ফোনে কোনও রকম অফিসিয়াল আইপি রেটিং নেই।
১০১৩
চিনের ওয়ান প্লাস স্মার্টফোন, ওয়ান প্লাস ৬টিও দোলের দিন রঙ বা আবির লাগলে নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু কোনও রকম অফিসিয়াল আইপি রেটিং নেই, এমনটাই বলছে সংবাদ সংস্থা।
১১১৩
ভারতে লঞ্চ হওয়া কোনও ওপো ফোনেও কোনও রকম অফিসিয়াল আইপি রেটিং নেই।
১২১৩
ভিভোর স্মার্টফোনেও কোনওরকম অফিসিয়াল আইপি রেটিং নেই।
১৩১৩
ভারতে লঞ্চ হওয়া অনার বা রিয়ালমি-র ক্ষেত্রে কোনও রকম অফিসিয়াল আইপি রেটিং নেই। দোলের দিন আনন্দ করলেও রঙ বা আবির থেকে ফোনগুলির দূরত্ব বজায় থাকাই ভাল, বলছেন বিশেষজ্ঞরা।