যে সমস্ত অসুখ মহিলাদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলে তার মধ্যে অন্যতম ডিম্বাশয়ে সিস্ট। এমনিতেই অভ্যন্তরীণ কোনও সমস্যা দেখা না দিলে ডিম্বাশয়ের যত্নের কথা মেয়েরা খুব একটা ভাবেন না। অজান্তেই ডিম্বাশয়ে সিস্ট জন্মানো শুরু হয়ে যায়। কেন হয়? উপসর্গই বা কী? কতটা ভয়ের? দেখে নিন পলিসিস্টিক ওভারি নিয়ে কিছু তথ্য। ছবি: শাটারস্টক।
ছোট টিউমারের আকারে দেখতে সিস্টগুলো তরল বা অর্ধতরল উপাদানে ভর্তি। চিকিৎসক সুবর্ণ গোস্বামীর মতে, দু’টি ঋতুচক্রের মাঝে একটি ডিম্বাণু এসে হাজির হয় জরায়ুতে। কিন্তু সিস্ট থাকলে সেই ডিম্বাণু অসম্পূর্ণ অবস্থায় থাকে ও ডিম্বাশয় ছাড়িয়ে জরায়ুর দিকে এগোতেই পারে না। তাই শুক্রাণু এসেও খুঁজে পায় না ডিম্বাণুকে। ছবি: পিক্সঅ্যাবে।