Shopping cart: শপিং কার্টের পিছনে আঁকশি থাকার কারণ কী?
শপিং কার্টের পিছনের দিকে একটি ধাতব আঁকশির মতো একটি বাঁক থাকে। কিন্তু এই আঁকশির কী কোনও বিশেষ ব্যবহার রয়েছে না কি কার্টের ডিজাইন-ই ওই রকম?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১১:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
জামাকাপড় থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র কেনার জন্য আজকাল সকলে শপিং মল বা আধুনিক সুপারমার্কেটেই ভিড় করেন।
০২১১
ক্রেতারা নিজেদের প্রয়োজনীয় সামগ্রী কিনে শপিং কার্ট ভর্তি করতে থাকেন। কখনও বিলিং কাউন্টারে শপিং কার্ট থেকে নিজেদের ইচ্ছা মতো জিনিস বাতিলও করতে পারেন ক্রেতারা।
০৩১১
কিন্তু যে শপিং কার্ট কেনাকাটার সময় ক্রেতাদের সঙ্গী, সেই চাকা দেওয়া গাড়ির দিকে ভাল করে লক্ষ করে দেখেছেন কি?
০৪১১
শপিং কার্টের পিছনের দিকে একটি ধাতব আঁকশির মতো একটি বাঁক থাকে। কিন্তু এই আঁকশির কি কোনও বিশেষ ব্যবহার রয়েছে না কি কার্টের ডিজাইনই ওই রকম?
০৫১১
ক্রেতারা যখন কেনাকাটা করতে যান, তখন তাঁদের সঙ্গে কখনও হাতব্যাগ থাকে, নয়তো অন্য কোনও ব্যাগও থাকতে পারে।
০৬১১
কার্টে এই আঁকশি থাকার উদ্দেশ্যই হল, সেখানে যেন ক্রেতারা ব্যাগগুলি ঝোলাতে পারেন।
০৭১১
এর ফলে, ক্রেতাদের আর আলাদা করে সেই ব্যাগটি বইতে হয় না। এমন কি, নিজেদের ভার লাঘবের জন্য যদি কেউ কার্টের ভিতরেও সেই ব্যাগ রাখেন, তাতেও কার্টের অনেকটা জায়গা নষ্ট হয়।
০৮১১
সেখানে আর দরকারি জিনিস কিনে রাখার মতো জায়গা থাকে না। ক্রেতারা যেন এই অসুবিধার সম্মুখীন না হন, সে দিকে খেয়াল রেখে এই আঁকশি বানানো হয়েছে।
০৯১১
শুধু তা-ই নয়, কেনাকাটা করার সময় এমন অনেক কিছুই থাকে, যা একটু অসাবধান হলেই ভেঙে যেতে পারে।
১০১১
কাচ বা চিনামাটির প্লেট থেকে ডিম— কার্টে রাখা অন্যান্য জিনিসের সঙ্গে ধাক্কা লেগে এগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। আঁকশিতে ক্রেতারা এই জিনিসগুলোও আলাদা ভাবে রাখতে পারেন।
১১১১
অনেক ক্রেতাই রয়েছেন যাঁরা নির্দিষ্ট কিছু খাদ্যসামগ্রী আলাদা জায়গায় রাখতে পছন্দ করেন। এই কারণের জন্য কখনও কখনও তাঁকে আলাদা একটি কার্টও নিতে হয়। এই আঁকশি থাকার ফলে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী আলাদা জায়গায় রাখতে পারেন।