What is the history behind naming a market place in Bhowanipore Jadubabu Bazar dgtl
Old kolkata
Jadubabu Bazar: যদুবাবু কে? হঠাৎ তাঁর নামে একটা আস্ত বাজার বসে গেল কী করে
ভবানীপুর মানেই যদুবাবুর বাজার। অবশ্য শুধু ভবানীপুর কেন, গোটা কলকাতার জনপ্রিয় বাজারগুলির মধ্যে অন্যতম এই বাজার। কিন্তু নাম এমন কেন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৪:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
ভাল মাছ কোথায় পাবেন? কম খরচে সব্জি কোথা থেকে কিনবেন? দশকর্মার সব জিনিস কোথায় পাওয়া যাবে? দক্ষিণ কলকাতায় থাকলে সকলে এক বাক্যে বলবেন, ‘যদুবাবু বাজার’। উচ্চারণের দোষে অনেকেই বলেন, ‘জগুবাবুর বাজার’। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল।
০২১৩
এই পসরার নামের প্রকৃত উৎস হল ‘যদুনাথবাবুর বাজার’। শুধু দক্ষিণ কলকাতা নয়, গোটা শহরের জনপ্রিয় বাজারের মধ্যে অন্যতম এই বাজার।
(ছবি: আর্কাইভ)
০৩১৩
কিন্তু হঠাৎ যদুবাবুর নামে এই বাজারের নামকরণ হল কেন? কে ছিলেন তিনি? ইতিহাসের পাতা উল্টালেই জানা যাবে নানা গল্প।
০৪১৩
বাজারে রূপান্তরিত হওয়ার আগে সাবেক ব্রিটিশ কলকাতার এই জায়গায় একটি বিশাল বাগানবাড়ি ছিল।
(ছবি: আর্কাইভ এবং সোশ্যাল মিডিয়া) (ছবি: শাটারস্টক)
০৫১৩
কে এই বাড়ি বানিয়েছিলেন, সে বিষয়ে সঠিক তথ্য জানা যায় না। তবে এই বাড়িতে দীর্ঘ দিন বাস করেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি রবার্ট চেম্বার্স।
(ছবি: সোশ্যাল মিডিয়া)
০৬১৩
১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়ামে শুরু হয়েছিলে দ্য সুপ্রিম কোর্ট অব জুডিকেচার। সেটাই পরে সুপ্রিম কোর্টে রূপান্তরিত হয়।
(ছবি: শাটারস্টক এবং সোশ্যাল মিডিয়া)
০৭১৩
সুপ্রিম কোর্টের কার্যভার সামলাতে ইংল্যান্ড থেকে চারজন বিচারপতি এসেছিলেন। রবার্ট চেম্বার্স ছিলেন তাঁদের মধ্যে একজন।
(ছবি: সোশ্যাল মিডিয়া)
০৮১৩
পরবর্তী কালে এই বাগানবাড়ি সমেত বিশাল জমি কিনে নেন রানি রাসমণি। স্থানীয় এলাকায় বাজার বসান তিনি। পুরো সম্পত্তি তিনি দান করেন দৌহিত্র যদুনাথ চৌধুরীকে।
(ছবি: সোশ্যাল মিডিয়া)
০৯১৩
যদুনাথ ছিলেন রানি রাসমণির মেজো মেয়ে কুমারী দাসীর ছেলে। প্যারীমোহন চৌধুরী ছিলেন যদুনাথের বাবা।
(ছবি: সোশ্যাল মিডিয়া)
১০১৩
কয়েক বছর আগে ট্যাংরা রোডের নামকরণ করা হয়েছে রাধানাথ চৌধুরী রোড। এই রাধানাথ ছিলেন প্যারীমোহন ও যদুনাথের উত্তরসূরি।
(ছবি: সোশ্যাল মিডিয়া)
১১১৩
বাবু যদুনাথ চৌধুরীর সেই বাজার আজ যদুবাবুর বাজার। মূলত তাজা শাকসব্জি ও ফলের জন্য এই বাজার বিখ্যাত। স্থানীয়দের পাশাপাশি এখানে ভিড় জমান বাকি শহরের মানুষও।
(ছবি সৌজন্য: অর্জুন চৌধুরী)
১২১৩
ভবানীপুরে আশুতোষ মুখোপাধ্যায় রোড সংলগ্ন এলাকায় বিস্তৃত জায়গা জুড়ে বসে এই বাজার। বাজারের বেশ কিছুটা অংশ ছাউনির নীচে। আবার কিছু দোকানি বসেন খোলা আকাশের নিচেই। ভোর থেকে গভীর রাত অবধি শতাব্দীপ্রাচীন এই বাজারে চলে বিকিকিনি