Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Old kolkata

Jadubabu Bazar: যদুবাবু কে? হঠাৎ তাঁর নামে একটা আস্ত বাজার বসে গেল কী করে

ভবানীপুর মানেই যদুবাবুর বাজার। অবশ্য শুধু ভবানীপুর কেন, গোটা কলকাতার জনপ্রিয় বাজারগুলির মধ্যে অন্যতম এই বাজার। কিন্তু নাম এমন কেন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৪:৫০
Share: Save:
০১ ১৩
 ভাল মাছ কোথায় পাবেন? কম খরচে সব্জি কোথা থেকে কিনবেন? দশকর্মার সব জিনিস কোথায় পাওয়া যাবে? দক্ষিণ কলকাতায় থাকলে সকলে এক বাক্যে বলবেন, ‘যদুবাবু বাজার’। উচ্চারণের দোষে অনেকেই বলেন, ‘জগুবাবুর বাজার’। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল।

ভাল মাছ কোথায় পাবেন? কম খরচে সব্জি কোথা থেকে কিনবেন? দশকর্মার সব জিনিস কোথায় পাওয়া যাবে? দক্ষিণ কলকাতায় থাকলে সকলে এক বাক্যে বলবেন, ‘যদুবাবু বাজার’। উচ্চারণের দোষে অনেকেই বলেন, ‘জগুবাবুর বাজার’। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল।

০২ ১৩
  এই পসরার নামের প্রকৃত উৎস হল ‘যদুনাথবাবুর বাজার’। শুধু দক্ষিণ কলকাতা নয়, গোটা শহরের জনপ্রিয় বাজারের মধ্যে অন্যতম এই বাজার।

এই পসরার নামের প্রকৃত উৎস হল ‘যদুনাথবাবুর বাজার’। শুধু দক্ষিণ কলকাতা নয়, গোটা শহরের জনপ্রিয় বাজারের মধ্যে অন্যতম এই বাজার।

(ছবি: আর্কাইভ)

০৩ ১৩
 কিন্তু হঠাৎ যদুবাবুর নামে এই বাজারের নামকরণ হল কেন? কে ছিলেন তিনি? ইতিহাসের পাতা উল্টালেই জানা যাবে নানা গল্প।

কিন্তু হঠাৎ যদুবাবুর নামে এই বাজারের নামকরণ হল কেন? কে ছিলেন তিনি? ইতিহাসের পাতা উল্টালেই জানা যাবে নানা গল্প।

০৪ ১৩
বাজারে রূপান্তরিত হওয়ার আগে সাবেক ব্রিটিশ কলকাতার এই জায়গায় একটি বিশাল বাগানবাড়ি ছিল।

বাজারে রূপান্তরিত হওয়ার আগে সাবেক ব্রিটিশ কলকাতার এই জায়গায় একটি বিশাল বাগানবাড়ি ছিল।

(ছবি: আর্কাইভ এবং সোশ্যাল মিডিয়া) (ছবি: শাটারস্টক)

০৫ ১৩
কে এই বাড়ি বানিয়েছিলেন, সে বিষয়ে‌ সঠিক তথ্য জানা যায় না। তবে এই বাড়িতে দীর্ঘ দিন বাস করেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি রবার্ট চেম্বার্স।

কে এই বাড়ি বানিয়েছিলেন, সে বিষয়ে‌ সঠিক তথ্য জানা যায় না। তবে এই বাড়িতে দীর্ঘ দিন বাস করেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি রবার্ট চেম্বার্স।

(ছবি: সোশ্যাল মিডিয়া)

০৬ ১৩
 ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়ামে শুরু হয়েছিলে দ্য সুপ্রিম কোর্ট অব জুডিকেচার। সেটাই পরে সুপ্রিম কোর্টে রূপান্তরিত হয়।

১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়ামে শুরু হয়েছিলে দ্য সুপ্রিম কোর্ট অব জুডিকেচার। সেটাই পরে সুপ্রিম কোর্টে রূপান্তরিত হয়।

(ছবি: শাটারস্টক এবং সোশ্যাল মিডিয়া)

০৭ ১৩
 সুপ্রিম কোর্টের কার্যভার সামলাতে ইংল্যান্ড থেকে চারজন বিচারপতি এসেছিলেন। রবার্ট চেম্বার্স ছিলেন তাঁদের মধ্যে একজন।

সুপ্রিম কোর্টের কার্যভার সামলাতে ইংল্যান্ড থেকে চারজন বিচারপতি এসেছিলেন। রবার্ট চেম্বার্স ছিলেন তাঁদের মধ্যে একজন।

(ছবি: সোশ্যাল মিডিয়া)

০৮ ১৩
পরবর্তী কালে এই বাগানবাড়ি সমেত বিশাল জমি কিনে নেন রানি রাসমণি। স্থানীয় এলাকায় বাজার বসান তিনি। পুরো সম্পত্তি তিনি দান করেন দৌহিত্র যদুনাথ চৌধুরীকে।

পরবর্তী কালে এই বাগানবাড়ি সমেত বিশাল জমি কিনে নেন রানি রাসমণি। স্থানীয় এলাকায় বাজার বসান তিনি। পুরো সম্পত্তি তিনি দান করেন দৌহিত্র যদুনাথ চৌধুরীকে।

(ছবি: সোশ্যাল মিডিয়া)

০৯ ১৩
যদুনাথ ছিলেন রানি রাসমণির মেজো মেয়ে কুমারী দাসীর ছেলে। প্যারীমোহন চৌধুরী ছিলেন যদুনাথের বাবা।

যদুনাথ ছিলেন রানি রাসমণির মেজো মেয়ে কুমারী দাসীর ছেলে। প্যারীমোহন চৌধুরী ছিলেন যদুনাথের বাবা।

(ছবি: সোশ্যাল মিডিয়া)

১০ ১৩
কয়েক বছর আগে ট্যাংরা রোডের নামকরণ করা হয়েছে রাধানাথ চৌধুরী রোড। এই রাধানাথ ছিলেন প্যারীমোহন ও যদুনাথের উত্তরসূরি।

কয়েক বছর আগে ট্যাংরা রোডের নামকরণ করা হয়েছে রাধানাথ চৌধুরী রোড। এই রাধানাথ ছিলেন প্যারীমোহন ও যদুনাথের উত্তরসূরি।

(ছবি: সোশ্যাল মিডিয়া)

১১ ১৩
 বাবু যদুনাথ চৌধুরীর সেই বাজার আজ যদুবাবুর বাজার। মূলত তাজা শাকসব্জি ও ফলের জন্য এই বাজার বিখ্যাত। স্থানীয়দের পাশাপাশি এখানে ভিড় জমান বাকি শহরের মানুষও।

বাবু যদুনাথ চৌধুরীর সেই বাজার আজ যদুবাবুর বাজার। মূলত তাজা শাকসব্জি ও ফলের জন্য এই বাজার বিখ্যাত। স্থানীয়দের পাশাপাশি এখানে ভিড় জমান বাকি শহরের মানুষও।

(ছবি সৌজন্য: অর্জুন চৌধুরী)

১২ ১৩
ভবানীপুরে আশুতোষ মুখোপাধ্যায় রোড সংলগ্ন এলাকায় বিস্তৃত জায়গা জুড়ে বসে এই বাজার। বাজারের বেশ কিছুটা অংশ ছাউনির নীচে। আবার কিছু দোকানি বসেন খোলা আকাশের নিচেই। ভোর থেকে গভীর রাত অবধি শতাব্দীপ্রাচীন এই বাজারে চলে বিকিকিনি

ভবানীপুরে আশুতোষ মুখোপাধ্যায় রোড সংলগ্ন এলাকায় বিস্তৃত জায়গা জুড়ে বসে এই বাজার। বাজারের বেশ কিছুটা অংশ ছাউনির নীচে। আবার কিছু দোকানি বসেন খোলা আকাশের নিচেই। ভোর থেকে গভীর রাত অবধি শতাব্দীপ্রাচীন এই বাজারে চলে বিকিকিনি

(ছবি সৌজন্য: অর্জুন চৌধুরী)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy