গত বছরের (পড়ুন ২০২৪) অগস্টে শ্রীলঙ্কার সঙ্গে জাতীয় দলের জার্সিতে শেষ বার ৫০ ওভারের ম্যাচ খেলেন রোহিত। সেটি ছিল তাঁর ২৬৫তম এক দিনের আন্তর্জাতিক। সাদা বলের ক্রিকেটে ‘হিটম্যান’-এর পরিসংখ্যানের সঙ্গে ইতিমধ্যেই ‘মাস্টার ব্লাস্টার’-এর তুলনা টানা শুরু করেছে ভক্তকুল। শুধু তা-ই নয়, ওয়ান ডে ক্রিকেটে সচিনের চেয়ে রোহিতকে এগিয়ে রেখেছেন ক্রিকেট বোদ্ধাদের একাংশ।