হঠাৎ করে বৈদ্যুতিন গাড়ির বিক্রি কমে যাওয়ায় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছে নির্মাণকারী সংস্থাগুলির সংগঠন ‘চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন’ (সিপিসিএ)। তাদের দাবি, চলতি বছরের (পড়ুন ২০২৫) প্রথম ১২ দিনে পুরোপুরি বৈদ্যুতিন এবং হাইব্রিড মডেলের গাড়ি বিক্রির সূচক ২০২৪ সালের ডিসেম্বরের নিরিখে ৫০ শতাংশ কমে গিয়েছে।